হেমন্তের মজা

হেমন্তের মজা

ছড়া-কবিতা নভেম্বর ২০১২

হেলাল আনওয়ার..

ফুলের বনে পাখির গানে
মুগ্ধ চারিদিক
গাছে গাছে সবুজ পাতা
করে ঝিকমিক।
আসলে বয়ে শীতল হাওয়া
যায় কি এমন আর কি পাওয়া!
নীল আকাশে মুক্তো মালা
আলোর ঝিলিক পায়
তারার আলো ভাসছে যেন
সবুজ শ্যামল গাঁয়।
সন্ধ্যা রাতে তালের শাখায়
বিবাদ বাধায় পাখি
সরশে ফুলের পারদ যেন
ঝলসে দিল আঁখি।
খেজুর চূড়ায় রসের সাগর
আসলো নিতে মক্ষি ডাগর,
নলীন রসে ঠোঁট ভিজিয়ে
নাচে ফিঙে রাজা
কাঁঠবিড়ালি হেসে বলে-
আহা কী যে মজা!
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ