হেমন্ত দিন । আসাদ বিন হাফিজ

হেমন্ত দিন । আসাদ বিন হাফিজ

ছড়া-কবিতা নভেম্বর ২০১৮

হেমন্তের দিন বেশ লাগে

নতুন আশায় দেশ জাগে।

যেদিক তাকাও সবুজ বেশ

সবুজ শ্যামল বাংলাদেশ।

 

ধানের ক্ষেতে সবুজ ধান

কৃষক তোলে সুরের তান

রাখাল ধরে দূরের গান

নাচে স্বদেশ, নাচে প্রাণ।

 

কার্তিক গিয়ে আঘুন মাস

চারদিক জুড়ে কী উল্লাস।

সবুজ ধান সব সোনা হয়

ফসল পাকে যা বোনা হয়।

 

পিঠা পুলি পায়েস হয়

সবার খেতে খায়েশ হয়।

জামাই মিয়ার আয়েশ হয়

কেটলিভরা চা শেষ হয়!

 

আয় হেমন্ত আয় রে আয়

শান্ত শ্যামল দখিন বায়।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ