হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক এপ্রিল ২০২৪

পাশাপাশি দু’টি দোকান দিয়েছে বল্টু। একটায় বিক্রি হয় হারমোনিয়াম অন্যটিতে বিক্রি হয় বন্দুক। তার দোকানে একদিন পল্টু এসে বললো-

পল্টু : কি রে! তুই তো দুটো দোকান খুলেছিস। বিক্রিটিক্রি হয়?

বল্টু : হয় মানে? দুটোতেই সমানতালে বিক্রি হয়।

পল্টু : কীভাবে? 

বল্টু : কেউ হারমোনিয়াম কিনলেই কদিন বাদে তার প্রতিবেশী আসে বন্দুক কিনতে!

উজাইর মারুফ

চুনতি, লোহাগাড়া, চট্টগ্রাম


চশমার দোকানে নতুন কর্মচারী যোগ দিয়েছে। দোকানের মালিক তাকে বোঝাচ্ছেন কীভাবে ক্রেতাদের কাছ থেকে টাকা চাইতে হবে-

মালিক : শোনো, ক্রেতা দাম জানতে চাওয়ার পর বলবে, “চশমার জন্য খরচ পড়বে ৭৫০ টাকা।” ক্রেতার চোখে বিস্ময় না দেখলে বলবে, “এটা শুধু ফ্রেমের জন্য। লেন্সের জন্য খরচ পড়বে আরো ২৫০ টাকা!” তারপরও ক্রেতা যদি শান্ত থাকে তাহলে যোগ করবে, “একেকটির জন্য।”

কর্মচারী : তারপর কী ভ্যাট-ট্যাক্স?

সাঈদা খানম তামান্না

আজিজ নগর, লামা, বান্দরবন


দুই বন্ধুর মধ্যে কথোপকথন-

১ম বন্ধু : জানিস কী হয়েছে?

২য় বন্ধু : কী হয়েছে?

১ম বন্ধু : একটা মার্ডার দেখেছি।

২য় বন্ধু : কোথায়?

১ম বন্ধু : মুরগির দোকানে। দোকানদার একটা মুরগি জবাই করেছে।

ফাহাদ


দোকানদার ও ক্রেতার মধ্যে কথোপকথন-

ক্রেতা : ভাই, আপনার দোকান থেকে কয়েকদিন আগে একটা মোবাইল কিনেছিলাম, সেই টাকা ফেরত দেন।

দোকানদার : টাকা ফেরত দেবো কেন?

ক্রেতা : আপনিই তো বলেছিলেন ১ বছরের মধ্যে মোবাইলের কিছু হলে টাকা ফেরত।

দোকানদার : হ্যাঁ, আপনার মোবাইলের কী হয়েছে?

ক্রেতা : কাল রাতে মোবাইল চুরি হয়ে গেছে।

সাঈদ নাবিল

পানিকুমড়া, বাঘা, রাজশাহী


দুই বোকা জীবনেও ১০ টাকার চেয়ে বড়ো নোট চোখে দেখেনি। তারা হেঁটে যাচ্ছিলো নদীর তীর ধরে-

১ম বোকা : জানিস, এই নদীর পাড়ে গতকাল একটা ১০ টাকার নোট কুড়িয়ে পেয়ে ফেলে দিয়েছি!

২য় বোকা : কেন?

১ম বোকা : আর বলিস না, টাকাটা নকল ছিল।

২য় বোকা : বুঝলি কীভাবে?

১ম বোকা : ১০ টাকার নোটে একের পর দুইটা শূন্য দেখেছিস কখনো?

রাফাত বিন সাদাফ

বান্দরবান সরকারি কলেজ, বান্দরবান


১ম বন্ধু : বন্ধু তুই দিন দিন শুকিয়ে যাচ্ছিস 

২য় বন্ধু : আমি কোন দিন ভেজা ছিলাম !


দুপুরে দুই বন্ধুর কথোপকথন-

১ম বন্ধু : বল তো সূর্য কাছে না কি চীন কাছে

২য় বন্ধু : অব্যশই চীন কাছে

১ম বন্ধু : কেন 

২য় বন্ধু : কারণ দূরত্ব বেশি

১ম বন্ধু : তাহলে তোর মাথার ওপর দেখ সূর্য দেখা যায়।

মিনহাজ উদ্দিন মজুমদার 

নাঙ্গলকোট, কুমিল্লা


পরীক্ষার হলে দুই বন্ধুর মধ্যে

কথোপকথন-

১ম বন্ধু : বন্ধু তুমি আমাকে সোডিয়ামের সংকেতটা বলতে পারবে? 

২য় বন্ধু : ঘধ.

১ম বন্ধু : তুমি হলে প্রবেশের আগে আমাকে সব বলে দেবে বলেছিলে কিন্তু এখন বলছো না। 

২য় বন্ধু : আরে সোডিয়ামের সংকেত হচ্ছে  ঘধ.

আব্দুল্লাহ আল মাহমুদ

বায়তুশ শরফ, চট্টগ্রাম


দুই বন্ধু কথা বলছে-

১ম বন্ধু : জানিস, কাল আমাদের পাড়ায় চুরি হয়েছিল।

২য় বন্ধু : চোর কে আমি জানি।

১ম বন্ধু : চোর কে?

২য় বন্ধু : যে চুরি করেছে সেই চোর।

আফিফ বিন শামছ 

মহিপাল, ফেনী সদর, ফেনী


দুই বন্ধুর মধ্যে কথোপকথন-

১ম বন্ধু : বন্ধু, চল আমরা কক্সবাজার থেকে ঘুরে আসি।

২য় বন্ধু : না বন্ধু, কক্সবাজার তো অনেক দূরে! চল আমরা বরং আমাদের বাড়ির পাশের বাজারেই যাই।

আজওয়াদ আন নুর নাফি

পতেঙ্গা, চট্টগ্রাম          

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ