হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক ডিসেম্বর ২০২৩

লাবু ও হাবুর মাঝে আলাপন-

লাবু : বুঝলি, সেদিন চোখের সামনে থাকার পরও এক কলিগের বাইক চুরি হয়ে গেল। কেউ টেরই পেলাম না।

হাবু : আর সেদিন তো আমি রাস্তার পাশে গাড়ি রেখেছিলাম। গাড়ির জানালা খোলা ছিল, ভেতরে চাবিও রাখা ছিল, তবু গাড়িটা চুরি হয়নি।

লাবু : (অবাক), বলিস কী? তা তুই এভাবে গাড়ি ফেলে রেখে কোথায় গিয়েছিলি? 

হাবু : কেন? গাড়ির ভেতরেই ছিলাম।

মো: মেহেদী হাসান ইমরান, বান্দরবান পার্বত্য জেলা।


আলম সাহেবের খাটের নিচে লুকিয়ে ছিলো এক চোর। ধরা পড়ার পর-

চোর : আমি চুরি করতে আসি নাই, স্যার।

আলম সাহেব : তাহলে এখানে কী?

চোর : (হাওমাও করে কেঁদে) বন্ধুগো লগে লুকোচুরি খেলতে আইসা এখানে লুকাইছি।

আলম সাহেব : (বিস্মিত হয়ে) বন্ধুরা কই?

চোর : পাশের বাড়িতে।

মানসূরা শায়েকা, হারবাং, চকোরিয়া, কক্সবাজার।


সন্ধ্যায় পার্কের ল্যাম্পপোস্টের নিচে আবুল কিছু একটা খুঁজছিল, তাকে দেখে এগিয়ে এল বাবুল-

বাবুল : কিরে বন্ধু, কিছু হারিয়েছে নাকি?

আবুল : হ্যাঁ দোস্ত, ওই গাছতলায় আমার আংটিটা পড়ে গেছে। 

বাবুল : তাহলে এখানে খুঁজিস কেন? গাছতলায় খোঁজ।

আবুল : আরে গাছতলাটা তো খুব অন্ধকার, তাই এখানে খুঁজছি। 

তাসলিমা আক্তার (মাহি), হারবাং, চকরিয়া, কক্সবাজার।


১ম বন্ধু: আমারে একটা জোকস শোনা।

২য় বন্ধু: কেন?

১ম বন্ধু: আরে বন্ধু, ভালো জোকস কিশোরকণ্ঠে পাঠাতে পারলে পুরস্কার আছে।

২য় বন্ধু: আমি তোরে জীবনে আর কোনদিন জোকস শুনাবো না।

১ম বন্ধু: কেন?

২য় বন্ধু: কারণ এখন থেকে আমি ভালো ভালো জোকস কিশোরকণ্ঠে পাঠাবো।

মীম ওবাইদুল্লাহ, হেতমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ