হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক অক্টোবর ২০২৩

বাবা ও ছেলের মধ্যে কথোপকথন-

ছেলে : বাবা আজকে আমার রেজাল্ট দিয়েছে। 

বাবা : কী পেয়েছিস পরীক্ষায়? 

ছেলে : বাবা আমার এক বন্ধু পরীক্ষায় এ পেয়েছে, তাকে তার বাবা আমেরিকা নিয়ে যাবে। 

বাবা : বাবা তুমি কত পেয়েছ?

ছেলে : বাবা আমার এক বন্ধু পরীক্ষায় বি পেয়েছে তাকে তার বাবা ব্রাজিল নিয়ে যাবে। 

বাবা : আরে বাবা তুমি কতো পেয়েছ? 

ছেলে : বাবা আমার এক বন্ধু পরীক্ষায় সি পেয়েছে, তাকে তার বাবা কানাডা নিয়ে যাবে।

বাবা : আরে তুই কত পেয়েছিস?

ছেলে : বাবা আমি এফ পেয়েছি। তুমি আমাকে ফ্রান্স নিয়ে যাও। 

রাফিদুল ইসলাম, ডেমরা, ঢাকা 


দুই বন্ধুর মধ্যে কথোপকথন- 

১ম বন্ধু : জানিস! আমি গতকাল অনেকগুলো জামাকাপড় কিনেছিলাম এবং নিয়ে আসার জন্য সেগুলো প্যাকিংও করেছিলাম। কিন্তু আফসোস আনতে পারলাম না। 

২য় বন্ধু : কেন রে? 

১ম বন্ধু : কারণ, স্বপ্নটাইতো ভেঙে গেলো। 

মোহাম্মদ আলী আকবর, সোনাপুর, সদর, নোয়াখালী


দুই বন্ধুর মধ্যের অনলাইনে কথোপকথন :

১ম বন্ধু : দোস্ত তুই কি ডযধঃংঅঢ়ঢ় এ আছিস? 

২য় বন্ধু: না...আমি বাসায় আছি।

১ম বন্ধু : আরে না তুই কী ডযধঃংঅঢ়ঢ় ইউজ করিস? 

২য় বন্ধু : না তো.. আমি ফেয়ার অ্যান্ড লাভলী ইউজ করি। 

১ম বন্ধু : আরে এটা না আমি বলতে চাচ্ছি তুই কি ডযধঃংঅঢ়ঢ় চালাস?

২য় বন্ধু: না দোস্ত আমি চালাইতে পারি না। সমস্যা কী। তুই চালাবি আর আমি পিছনে বসে থাকবো। 

মো: সাজ্জাদ হোসেন শামীম, মানিকপীর, বোদা, পঞ্চগড়। 


হাবলু একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। কিছু দিনের মধ্যে সুস্থ হওয়ার পর- 

বাবলু : বন্ধু চল আজ তোর সাথে বাইরে একটু হাঁটতে যাই। 

হাবলু : না! আমি কিছুতেই যাবো না।

বাবলু : কেন? কী সমস্যা? 

হাবলু : কারণ আমি যে ট্রাকের সাথে ধাক্কা খেয়েছিলাম তার পেছনে লেখা ছিল- ধন্যবাদ, আবার দেখা হবে।

সাকিব আল হাসান, সোনাগাজী, ফেনী


দুই বন্ধুর মধ্যে কথোপকথন- 

- ভাই খুব বেঁচে গেছি যে আমেরিকায় জন্মাইনি।

- কেন ? 

- আমি তো ইংরেজি একেবারেই জানি না। 

আবদুল হালিম মিয়াজী, মাইজদী কোর্ট, সদর, নোয়াখালী। 

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ