হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক জুলাই ২০২৩

পরীক্ষার হলে দুই বন্ধুর মাঝে কথোপকথন :

প্রথম বন্ধু : দোস্ত আজকে গণিত একটু দেখাস। না হলে আমি ফেল করব! 

দ্বিতীয় বন্ধু : তুই এমনিতেও ফেল করবি! 

প্রথম বন্ধু : কেন? 

দ্বিতীয় বন্ধু : কারণ আজকে তো ইংলিশ পরীক্ষা! 

জুবাইল আল হাদী, নেছারাবাদ, ঝালকাঠি 


বাবা ও ছেলের আলাপন :

বাবা : জানিস, তোর পড়ালেখার পিছনে আমার কত খরচ হয়? 

ছেলে : হ্যাঁ বাবা, জানি বলেই তো কম কম পড়ালেখা করে তোমার খরচ কমানোর চেষ্টা করি।

আবদুল আল কাইয়ুম, মাইজদী কোর্ট, নোয়াখালী


ভিক্ষুক ও বাড়িওয়ালার মধ্যে কথোপকথন-

ভিক্ষুক : আম্মাগো, আমারে কিছু ভিক্ষা দেন।

বাড়িওয়ালা : আজকে মাফ করুন।

ভিক্ষুক : আম্মাগো, আইজকা মাপজোখ করতে পারুম না। আইজকা আমি ফিতা আনি নাই!

আব্দুল্লাহ আল মাশরুফ, মাতুয়াইল, ডেমরা, ঢাকা


দুই বন্ধুর মধ্যে আলাপন :

প্রথম বন্ধু : কিরে পা ভাঙলি কী করে?

দ্বিতীয় বন্ধু : রাস্তায় নতুন গর্ত করেছে দেখেছিস?

প্রথম বন্ধু : হুম, দেখেছি 

দ্বিতীয় বন্ধু : আমি দেখতে পাইনি।

মুজিবুল হাসান আরিফ, মহেশখালী, কক্সবাজার


আম্মু ও আব্বুর মধ্যে কথোপকথন-

আম্মু : ওগো তোমার ছেলেটার জন্য কোথাও টাকা রেখে শান্তি পাচ্ছি না।

আব্বু : টাকাগুলো ওর বইয়ের ভিতর রেখো, ওর পরীক্ষার আগ পর্যন্ত নিরাপদে থাকবে।

মুহাম্মাদ আরিফ হাসান, গোবিন্দকাটি, ঝাউডাঙ্গা, সাতক্ষীরা

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ