হাসির বাকসো - মে' ২০১৯

হাসির বাকসো - মে' ২০১৯

প্রচ্ছদ রচনা মে ২০১৯

সাদিক ও মিলনের মধ্যে কথা হচ্ছে
সাদিক : জানিস আমি রাতে একটা মজার স্বপ্ন দেখেছি।
মিলন : তাই নাকি! তো ক স্বপ্ন দেখলি?
সাদিক : স্বপ্ন দেখলাম আমি হিমালয়ে আরোহণ করেছি।
মিলন : তুই মিথ্যা বলছিস।
সাদিক : কারণ, স্বপ্নে আমিও হিমালয়ে আরোহণ করছিলাম, কিন্তু তোকে তো দেখলাম না।

মো. উমর আলী চাপানীহাট, ডিমলা, নীলফামারী

শিক্ষক : বলতো বল্টু, বৃষ্টির সময় বার বার বিদ্যুৎ চমকায় কেন? বল্টু : কারণ বৃষ্টি টর্চ মাইরা দেখে, কোথাও শুকনো আছে কি না!

মাকসুদুর রহমান রুপসা মাদরাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর

ট্যুরিস্ট : নদীতে নামতে পারি? কুমিরের ভয় নেই তো? স্থানীয় লোক : নিশ্চিন্তে নামুন, এখন আর কুমিরের ভয় নাই। গত দু’বছরে সবগুলো কুমির হাঙরে খেয়ে ফেলেছে।

হান্নান উদ্দিন চিব্বাড়ি, সাতকানিয়া, চট্টগ্রাম

ক্রেতা ও বিক্রেতার কথোপকথন- ক্রেতা : ভাই আপনার দোকানে কি কলা আছে? বিক্রেতা : জি ভাই, আছে। ক্রেতা : একটা কলার দাম কত? বিক্রেতা : তিন টাকা। ক্রেতা : ভাই আমার কাছে দুই টাকা আছে, দেওয়া যাবে না? বিক্রেতা : দুর মিয়া কলার চামড়ার দামই তো দুই টাকা। ক্রেতা : ঠিক আছে এই নেন এক টাকা, চামড়া রেখে একটা কলা দেন।

লাবু হোসাইন সাগর পঞ্চগড় সদর, পঞ্চগড়

স্টেশনে থেমে থাকা একটি ট্রেনে দুই ব্যক্তির মধ্যে কথা হচ্ছে- প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলেন- ভাই,ত এটা কোন স্টেশন? দ্বিতীয় ব্যক্তি বাইরের দিকে কিছুক্ষণ দেখে বললেন- এটা মনে হয় রেলস্টেশন।

মো: নাজমুস সাকিব ৯ম শ্রেণী, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ