হালখাতা হালচাল । হাসান আলীম

হালখাতা হালচাল । হাসান আলীম

ছড়া-কবিতা জুন ২০১৯

হালখাতা হালচাল
ভাল নেই দিনকাল
দিন কাল নিশিকাল
কলিকাল পয়মাল।
গণমুখী ভোট নেই
হরতালে চোট নেই।
খাল নেই বিল নেই
মতিঝিলে ঝিল নেই।
হিন্দোল তিনদোল
চারদিকে কোন্দল।
হালখাতা কালখাতা
চুতরার কূট-পাতা
কুট কুট কামড়ায়
বিষ ব্যথা চামড়ায়।
জনতার জান যায়
তারা বসে গান গায়।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ