স্বর্ণ সাম্যবাদ

স্বর্ণ সাম্যবাদ

ছড়া-কবিতা আগস্ট ২০১১

হাসান আলীম.....

ঈদের খুশির চাঁদ উঠেছে
মিষ্টি মধুর চাঁদ
লক্ষ রাতের প্রহর ভাঙা
আনন্দ আহলাদ।
চাঁদ যেন নয়
মুখ মায়াময়-
আমার মায়ের রূপ,
শত লক্ষ দুঃখ রাতের আনন্দ টুপটুপ।

ঈদের চাঁদের খোশবু মেখে
মিলবো সবার বুকে,
সারা বছর সবাই মিলে
থাকবো সুখে দুখে।
কী যে মধুর চাঁদ,
দিচ্ছে ভেঙে একে একে
বাধার আগল বাঁধ।

চাঁদটা যেন ফিরনী পায়েস
চাঁদটা গোলাপ জল,
চাঁদটা যেন লক্ষ রাতের
জোসনা টলমল।
চাঁদের হাসি ঈদের খুশি
সব মানুষের জন্য,
চাঁদটা শুধু নয় ধরীদের
চাঁদ দুখীদের অন্ন।
ঈদের খুশির চাঁদ
জগৎ জুড়ে শেখায় কেবল
স্বর্ণ সাম্যবাদ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ