সোনারোদে শিমের পাতা

সোনারোদে শিমের পাতা

ছড়া-কবিতা ডিসেম্বর ২০১২

মনসুর আজিজ

আহা সোনারোদ পড়েছে শিমের পাতায়
রূপারঙা টিনের ঘরের উঁচু মাথায়
তাই বলে কি
সূর্যমুখি হাসি ছড়ায় চালতা ফুলের শুভ্র রেণু?
ময়না টিয়ে দোয়েল শ্যামা বাজায় বেণু
পা ভেজানো ধনচে গাছের চিরল পাতা রোদকে নাড়ায়

ঘরের পিড়ার রস শুষে কি উঠোন জুড়ে ছড়িয়ে গেলো লাউয়ের মাচা
চিকুর চিকুর শব্দে ডাকে মুরগী খাঁচা
বাও দিয়ে যায় কলার পাতা; থোড়ের ভিতর সম্ভাবনা
আউর দিয়ে যায় খালের পাড়ে মাছের পোনা
স্বচ্ছ পানির ভেতর দেখি গাছের পাতার আবছা নাচা

আহা সোনারোদ পড়েছে শিশুর গালে
মেঘনা নদীর পাড় ভাঙা চর
কখন আবার উথলে ওঠে ঢেউয়ের ফনা তাই মনে ডর
কিন্তু বড়ই গাছের মতোই শক্ত তাদের দুটি বাহু
রুখতে পারে ভয়াল যত হোক না রাহু।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ