সিন্দাবাদের সফর

সিন্দাবাদের সফর

ছড়া-কবিতা ফজলুল হক তুহিন এপ্রিল ২০২৩

মনে করো নদীপথে যাচ্ছ তুমি একাই

সিন্দাবাদের সফর যেনো বীরের মতো দেখায়।


লক্ষ্য তোমার অনেক দূরে সাগর পানে যাওয়া

মাঝ নদীতে আসতে পারে দানবরূপী হাওয়া।


নদীর দু’কূল সবুজ শ্যামল গাঁয়ের লুকোচুরি

বৈঠা বেয়ে উড়াল দিবে অচিন স্বপ্নপুরী।


সেখান থেকে আনবে অনেক ধন রত্ন হীরে

গরিব দুঃখীর হাসি খুশি আসবে আবার ফিরে।


জেনে রেখো মায়ের দোয়া আছে তোমার সাথে

ঝড়ের থাবা পরাজিত হবেই দিনে রাতে।


আমরা সবাই তাকিয়ে আছি তোমার দিকে চেয়ে

তোমার সফর মুক্তি দেবে সাহসী গান গেয়ে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ