সাহসের দূত

সাহসের দূত

ছড়া-কবিতা শামীম খান যুবরাজ জুন ২০২৩

রাত পোহাবার তাড়া ছিল তার

সাড়া ছিল তার কথায়,

সাত সাগরের ঢেউ ছিল তার

সাহসের পুণ্যতায়।


ঝরেছে আগুন সরেছে আঁধার

এসেছে ফর্সা দিন,

অসহায় শত মুখের ছবি

বাজালে দুখের বীণ।


কেঁদেছে কবির কলম ও কালি

ভেঙেছে কবির বুক,

মজলুমানের কথা ও কথায়

লিখেছেন উন্মুখ।


থেকেছেন আর হেঁকেছেন সৎ-

সাহসের দূত হয়ে,

কবি ফররুখ এখনো আছেন

নিপীড়িত লোকালয়ে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ