সবার মনে ঈদের খুশি

সবার মনে ঈদের খুশি

ছড়া-কবিতা শরীফ আবদুল গোফরান এপ্রিল ২০২৪

আমার গাঁয়ের দক্ষিণ দিকে

কলমি বিল

ডানে গিয়ে বাঁয়ের পথে

শামির খিল। 


শামির খিলের পশ্চিম পাশে

দিঘীর ঘাট

দিঘীর পাড়ে বটের ছায়ায়

বিশাল মাঠ। 


এই মাঠেতে ঈদের দিনে

নামাজ হয়

সবার মনে ঈদের খুশির

জোয়ার বয়। 


ঈদের মাঠে যেতাম ধরে

দাদুর হাত

দূর হতো তাই মনের যতো

আঁধার রাত। 


পড়ে নামাজ ঈদগাহেতে

ফিরতাম বাড়ি

কারোর সাথে থাকতো না আর

হিংসা আড়ি। 


ঈদের খুশি বছর জুড়ে

থাকতো যদি

ঘুচতো ধরায় সকল দুখীর

ব্যথার নদী।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ