শ্রমের মূল্য । নজমুল হক চৌধুরী

শ্রমের মূল্য । নজমুল হক চৌধুরী

ছড়া-কবিতা মে ২০১৯

কাজের ফাঁকে নেইতো ছুটি
নেইতো শ্রমের মূল্য ঠিক,
শ্রমিকরা তাই শিকাগোতে
আন্দোলনটা তুললো ঠিক।

কাজের সময় আট ঘণ্টা চাই
বললো শ্রমিক যম দিল-এ
আন্দোলনটা বাড়বে আরো
শ্রমের মূল্য কম দিলে।

আঠারো শ’ ছিয়াশিতে
ঐক্য বেঁধে ডাক দিয়ে,
গুলির মুখে বুক পেতে দেয়
জীবন নেবে যাক নিয়ে।

আট ঘণ্টাতে কাজের সময়
আসলো তখন মে মাসে,
সেই থেকেই বললো মালিক
মাসের বেতন নে মাসে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ