শীতের বুড়ি ।  ইসমাঈল হোসেন দিনাজী

শীতের বুড়ি । ইসমাঈল হোসেন দিনাজী

ছড়া-কবিতা জানুয়ারি ২০১৯

শীতের বুড়ি শীতের বুড়ি
কোথায় তোমার ঘর?
শীতের চোটে কাঁপছে দেখি
দেহটা থরথর!
হিমের পাহাড় হিমের নদী
হিমেরই নৌকা,
তুষার দিয়ে ভরাট এখন
হিমেরই চৌকা।
শীতের বুড়ি শীতের বুড়ি
তোমায় কিসের ডর?
তোমার নিয়ে ইচ্ছে যেতে
উষ্ণ তেপান্তর।

সিডর এসে ভেঙেছে গাছ
আইলা নিছে ঘর,
তখন থেকে বসত করি
খোলা মাঠের ’পর।
ধান নিয়েছে পান নিয়েছে
পিঠেপুলি কই!
ঢেউয়ের তোড়ে ভেসে গেছে
বাবার নায়ের ছই।
শীতের বুড়ি শীতের বুড়ি
যতোই দেখাও ডর,
দুঃসাহসে বেঁধেছি তাও
শূন্যতে ফের ঘর।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ