শীতের দিনে - নাসির হেলাল

শীতের দিনে - নাসির হেলাল

কবিতা জানুয়ারি ২০২০

শীত সকালে রোদের পরশ
মন হয়ে যায় বেজায় সরস
কী যে মধুর লাগে
মাখামাখি রোদের খেলা
লুকোচুরি মিষ্টি মেলা
যেন ফুলের বাগে।

ফুলের বাগে ভোমরা নাচে
দারুণ খুশি রোদের আঁচে
বেড়ায় ফুলে ফুলে
ফুলকলিরা দোলায় মাথা
হাসতে থাকে সবুজ পাতা
মনটা ওঠে দুলে।

শীতের দিনে পায়েস পিঠা
খেতে লাগে বেজায় মিঠা
রসের পিঠা সেরা
গুড় পাটালি সন্দেশ খেতে
দেশের মানুষ ওঠে মেতে
আরও সেরা পেড়া।

আগুন পোহায় দলে দলে
নামে না কেউ ঠাণ্ডা জলে
উষ্ণতা চায় সবে
গায়ে দিয়ে গরম কাপড়
কেউ বা খায় ভাজা পাপড়
শীত পড়েছে যবে।
গরিব দুখী শীতে কাঁপে
হাসি ফোটে রোদের তাপে
কষ্ট ভীষণ তাদের
দাও না কিছু কম্বল কাঁথা
শীতার্তদের কাব্য গাঁথা
বাড়তি আছে যাদের।

শীতের দিনে সবে মিলে
মেতে উঠি দিলে দিলে
এক হয়ে যায় হেসে
এক কাতারে গরিব-ধনী
আশরাফ-আতরাফ মাথার মণি
সবকে ভালোবেসে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ