শীত এলেই

শীত এলেই

ছড়া-কবিতা জানুয়ারি ২০১৩

আবদুল হালীম খাঁ..

শীত এলেই ইচ্ছে করে নানি বাড়ি যেতে
ইচ্ছে করে নানি হাতের দুধের পিঠে খেতে।
নানি হাতের দুধের পিঠের স্বাদ সে কী যে
মনে হলে আজো যে জিভ যায় জলে ভিজে।
নানা বাড়ি শান পুকুরের সেই যে ভাঁজি কই
সকাল বেলা চিঁড়ে দিয়ে খেতে ঘরে পাতা দই!
জোলাগুড়ে মোয়া-মুড়ি আর সে খেজুর রস
খেলে পরে কে না হয় গো নানানানির বশ!
চোখের আড়াল হয়ে নানার কী যে ডাকাডাকি
‘আরেকটু খাও’ নানির কি আদর মাখামাখি!
দুপুর বেলা গাছের ডালে জলোই পেতে দোল
মনে হয় মায়ের আদর মাখা সে যে কোল।
নানা বাড়ি সবার চেয়ে অনেক বেশি সুখ
সবার কথায় আদর ঝরে শীতল হয় বুক।
সারা দেশটা হতো যদি নানানানির বাড়ি
খেতে শুতে চলতে ফিরতে মজা হতো ভারী।
শীতে দিনে ভারী মজা তুলনা এর নাই
ইচ্ছে করে মাকে ডাকি, চলো নানি বাড়ি যাই।
আজো আমার নানানানির কথা মনে পড়ে
এমন দিনে মনটা যে কেমন কেমন করে!
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ