শিশুশ্রম

শিশুশ্রম

ছড়া-কবিতা মে ২০১৩

শিশুশ্রম
জগলুল হায়দার

কেউ ডাকে ট্যাবলেট
কেউ বলে পিচ্চি
হাঁক ফনে কয়, স্যার-
যাই লাগে দিচ্ছি।

নাম মুছে হয়ে গেছে
ইলু বিলু পল্টু
দুর্ভাগা জীবনের
ভাঙা নাট বল্টু।

বয়সটা এগারো বা
হতে পারে তারো কম
সারাদিন খেটে নেই
অবসর একদম।

জীবিকার ভার নিয়ে
এ বয়সে ব্যস্ত
সংসার পুরোটাই
তার কাঁধে ন্যস্ত।

মে দিবসে লিখে বসে
তাই ব্যথা ডায়রি
এই কি জীবন প্রভু
দিলে তুমি মাইরী!
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ