শিশু অধিকার

শিশু অধিকার

ছড়া-কবিতা অক্টোবর ২০১২

মহিউদ্দিন আকবর..

তোমার শিশুকে পড়তে পাঠাও
আমার শিশুকে চাকর খাটাও
আমার শিশুরা বয়ে নিয়ে যায়
তোমার শিশুর বই,
সে দুখে আমার বুক ফেটে যায়
ব্যথা বেদনায় করি হায় হায়-
যায় না সহন দুখের দাহন
আমার শিশুর কষ্ট কাহন
বলো, কারে খুলে কই?

অধিকারহারা শিশুরা আমার
কুলি-মজদুর-কুমার-কামার
অথবা পথের কলি!
বাঁচার আশায় হাহাকার করে
উঁচু সমাজের গ্যাঁড়াকলে পড়ে
বৈষম্যের বলি!!

মনটা আমার পুড়ে ছারখার
ইউনেস্কো’র শিশু অধিকার
কাগজে-কলমে আছে,
সাড়া দেশজুড়ে কত খুঁজলাম
সমাজের সাথে শত যুঝলাম
পাইনি তা কারো কাছে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ