শাওয়ালের চাঁদ

শাওয়ালের চাঁদ

ছড়া-কবিতা মুহাম্মদ ইব্রাহিম বাহারী এপ্রিল ২০২৩

শাওয়ালের চাঁদে এলো ঐ ঈদ

সুর ঝঙ্কারে তাই বাজে সংগীত

স্বপ্নরা লুটোপুটি বুক টান টান

মেহেদীর আল্পনায় ঈদ আখ্যান।


আশা আর আনন্দের হৈ-হুল্লোড়

ঝিকমিকে সজ্জিত মোল্লার মোড়

লাল নীল কাপড়েই স্বাগত গেট

গুলশান বনানী নিউমার্কেট।


দেয়ালে গাছে মাঠে তাই চুনকাম

ডেকোরেশন কাজে কেউ করে ইনকাম!

মিটমিটে আলো জ্বলে রাত আর দিন

ঈদের-ই সওগাত মখমল জরিন।


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ