শরৎ বিকেল

শরৎ বিকেল

ছড়া-কবিতা ডিসেম্বর ২০১০

শাহনাজ পারভীন
ছালমা আপার ছাদের ওপর আকাশ কেমন নাচে
মাথার ওপর উপুড় হয়ে অনন্ত সুর রাচে*।
ছাদটাতো নয় আকাশ যেন রাখলো আমায় ঘিরে
চারিদিকের নির্জনা গাছ, শরৎ হাওয়ার ভিড়ে।
উপুড় হয়ে আকাশ খানি পড়ল মাথার উপর
থই থই থই ভাসছে সবই পেঁজা হাওয়া রুপোর ।
হরেক রকম ক্যাকটাস আর
ক্রিস্টমাস বাউ কুল
আপেল কুলে লাগলো দোলা
ছাপিয়ে সকল ফুল।
তির তির তির বইছে হাওয়া কাশবন ঘাস ঘিরে
ছোট্ট দোয়েল উড়ছে ভীষণ ফিরছে তাহার নীড়ে।
দূর নীলিমায় উড়ছে শত বলাকা ঝাঁক ঝাঁক
নাচছে মেয়ে বাজছে নূপুর তা ধিন ধিন তাক।
মাতছি কাছের ছাদে বসে মিষ্টি রোদের খেলায়
ধীর গতিতে দিন ঢুকে যায় সান্ধ্য রাতের মেলায়
এমন বিকেল অনেক দিনের কাক্সিক্ষত এক ক্ষণ
শরৎ মেঘের সঙ্গে ভেসে যায় উতলা মন।
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ