শরৎ এলো

শরৎ এলো

ছড়া-কবিতা রিয়াদ হাসান সেপ্টেম্বর ২০২৩

ঝমঝমাঝম ঝরছে না আর 

মুষল ধারে বৃষ্টি খুব,

কালো মেঘের নেই দেখা নেই

কোন সে দূরে দিলো ডুব!


স্বচ্ছ আকাশ নীলের বাহার

পেঁজা মেঘের দোদুল দুল,

নদীর পাড়ে কাশের মেলায়

ঐ তো হাসে সাদা ফুল।


শাপলা-শালুক খালে বিলে 

শিশির ভেজা শীতল গায়,

শিউলি-বেলি সুবাস ছেড়ে

ডাকে উঠান আঙিনায়।


ঢেউ খেলানো মাঠের ফসল

কৃষক মনে ভোলায় দুখ,

শরৎ এলো নিসর্গতে

নিয়ে আবার হাসি মুখ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ