শব্দ ধা ধাঁ

শব্দ ধা ধাঁ

শব্দধাঁধা কিশোরকণ্ঠ ডেস্ক এপ্রিল ২০২৪

এপ্রিল ২০২৪ সংখ্যার শব্দধাঁধা

পাশাপাশি : ১. মুসলমানদের খুশির দিন, ৩. মৃত্যুদূত, আজরাইল, ৫. বাংলাদেশের জাতীয় মাছ, ৮. যে উদ্ভিদ বড়ো গাছ, মাচা বা অন্য কোনো কঠিন বস্তুকে অবলম্বন করে বেড়ে ওঠে, ১০. স্রােতহীন বড়ো জলাশয়, হাওর, ১১. মারপিট করার কাজে ব্যবহৃত কাঠের ছোটো দণ্ড, ১২. মায়ের ভাই, ১৩. ১০ সংখ্যক, ১৫. আঙুলের অগ্রভাগের বর্ধনশীল উপাস্থিত, ১৭. শলাকায় বিদ্ধ করে আগুনে সেঁকা মাংস, ১৯. মরুভূমি, সমুদসৈকত, নদী বা সমুদ্র তলদেশের অন্যতম উপাদান, ২০. স্বরযন্ত্র, গলার স্বর।

ওপর-নিচ : ২. দধি, ৩. সুখ্যাতি, সুনাম, ৪. হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন তরল পদার্থ, ৬. লেখা শব্দের সাধু রূপ, ৭. আকাশের রং, ৯. অনুসন্ধান, খোঁজ করা, ১০. উড়োজাহাজ, ১৩. দাম, মূল্য, ১৪. পিতা, জনক, ১৬. ধান, গম প্রভৃতি শস্য ছড়িয়ে নেওয়ার পর পরিত্যক্ত শুকনো অংশ, বিচালি, ১৭. লেখার জন্য ব্যবহৃত কালো তরল পদার্থ, ১৮. মাছ খায় এমন সাদা ও লম্বা পায়ের পাখি।


জানুয়ারি ২০২৪ সংখ্যার সমাধান


জানুয়ারি ২০২৪ সংখ্যায় সঠিক উত্তরদাতা

কক্সবাজার : শায়েকা, মাহি। নোয়াখালী : জোবায়ের, পুলক। ভোলা : মাশরাফি, মেশকাত, মাহাবুর। চাঁপাইনবাবগঞ্জ : আবিদ, আসাদুল্লাহ, লিমন, শুয়াইবুর, মোস্তাফিজুর। বগুড়া : দিহান, সাবিল, উল্লাস, মুন্না, মুশফিক। মৌলভীবাজার : মাহজুবা, নুজহাত। চুয়াডাঙ্গা : রেজা, আশানুর, ইবরাহিম, হোমায়রা, রফিক, রাব্বি, সোহাগ, আনিচুর। যশোর : মাহফুজুর,  মাহজাবিন, জান্নাজুল। পঞ্চগড় : হাবিবা, সুমাইয়া, মানজুমা, সালিম, মামুন। ঢাকা : আঁখি, আশরাফ, জারিফ, তাওফিক, নাজিফ, রফিক, মাহদী, তাজবিদ, সাকী, সুয়াইলিম, অরন্য, সারা, তাওফিকুর। চট্টগ্রাম : ইশতিয়াক, মারুফ, সুমাইয়া, মাজিদুল, ফাহাদ, ফয়সাল। ঝিনাইদহ : নুশরাত, সামিউল, তৌফিক। নওগাঁ : সিয়াম, রকিবুল, মাহমুদুল, সাহিন, জুনাইদ, আসাদুজ্জামান, সাদমান, তামিম, আফ্রিদী, আশরাফুল, বায়েজিদ, জোবায়ের, মরিয়ম, ইমরান। বরিশাল : আব্দুল্লাহ, হিমেল, সুরভী, আফিয়ান। পাবনা : এন.এস. লাবীব, রকিবুল, মাসুম। রংপুর : কাইফা, কাজীউল, মাহফুজা, লামিয়া। লক্ষ্মীপুর : রাফি, ফুয়াদ, সামি। চাঁদপুর : জিহাদ, মাহাবুব, মাহিম, মোশারফ, নির্জন, অংকন, মাহিন, সাজিদুল, সাকিব, জিহাদ, তাওহীদুল, সিয়াম, আয়ান, আফ্রিদী, জান্নাতুল, তাসনিম, মাহদী, নাবিল, মাসরিকা, নাজমুস, আবদুল্লাহ, সাইফ, তামজীদ, ইমতিয়াজ, ঈসা, জারা, নিহা, মাসুম। অন্যান্য : শাফায়াত, কিশোরগঞ্জ; আবিদা, ময়মনসিংহ; বাপ্পী, মেহেরপুর; তামান্না, বান্দরবান; আব্দুল্লাহ, ত্ব-হা, সাতক্ষীরা; আশিকুর, গাজীপুর; রাইয়ান, মেহেরপুর; রতন, নীলফামারী; নাবিল, রাজশাহী; ফারজানা, সিলেট; সাদিক, খুলনা; নাহিয়ান, সুনামগঞ্জ; উসরাত আফিয়া সিলমা, গাজীপুর; তানভীর, দিনাজপুর।


জানুয়ারি ২০২৪ সংখ্যার পুরস্কারপ্রাপ্ত

১. সাঈদা খানম (তামান্না), লামা, বান্দরবান

২. এস.এম. আলভী আফিয়ান

মুলাদী, বরিশাল

৩. মাসুম সরদার, সদর, চাঁদপুর

৪. উম্মে হাবিবা, সদর, পঞ্চগড়

৫. তাসলিমা আক্তার (মাহি)

চকরিয়া, কক্সবাজার

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ