রেলগাড়ি

রেলগাড়ি

ছড়া-কবিতা জানুয়ারি ২০১৩

চিত্তরঞ্জন সাহা চিতু

রেলগাড়ি রেলগাড়ি
পু- ঝিক ঝিক
পেট ভরা লোক নিয়ে
চলে ঠিক ঠিক।
এঁকে বেঁকে সোজা চলে
চলে দেখি বেশ
ছুটে চলে খুব জোরে
নেই তার শেষ।
গাছ চলে ঘাস চলে
কেউ থেমে নেই
আকাশটা তাও ছোটে
রেল চলে যেই।
লোকজন বসে থাকে
খাটে বুঝি জেল
রেলগাড়ি ঝিক ঝিক
রেলগাড়ি রেল।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ