রাসূল নামের মধু

রাসূল নামের মধু

ছড়া-কবিতা ফেব্রুয়ারি ২০১৩

মাসুদা সুলতানা রুমী

আমি রাসূল নামের মধু এনেছি
বিলাব জনে জনে,
এই মধূপান করে ধন্য হব
জীবন ও মরণে।
ওই নাম আমার ভালোবাসা
ওই নামে মিটাই পিপাসা
বিশ্ব ভুবন আঁধার দেখি
প্রিয় ওই নাম বিনে।

ওই নামের আয়নায় দেখি প্রভুর রূপ
ওই নামের প্রেম সাগরে দিয়েছি যে ডুব
আরশ মোকাম সব দেখি
ওই নামেরই গুণে।
ওই নাম আমার কান্নাহাসি
ওই নামে হৃদয়ে বাজে বাঁশি
আমি মুসলিম আজি
ওই নামের কারণে।

জুঁই চামেলী হাসনাহেনা
ওই নামে সবাই প্রেম দিওয়ানা
ওই নাম জপি সকাল-সন্ধ্যা
শয়নে স্বপনে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ