মানবতার ত্রাণে

মানবতার ত্রাণে

ছড়া-কবিতা আগস্ট ২০১১

মহিউদ্দিন আকবর...

চলতে থাকো নির্ভাবনায় সামনে দেখে শুনে
বাড়তে থাকো হক-হালাল ও পবিত্রতার খুনে,
মনের কালো কোলুষ যত
ঝেঁটিয়ে তাড়াও অবিরত
বিশুদ্ধতায় মনকে ভরে
শুদ্ধ মানুষ নিজকে গড়ে
অহির্নিশি ভবিষ্যতের স্বপ্নকে যাও বুনে।

স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, স্বপ্ন আঁকো প্রাণে
দেশটা গড়ো, দেশটা ভরো, সত্য সতেজ ঘ্রাণে,
দেখবে তবে কাটবে বাধা
হটবে লোলুপ গোলক ধাঁধাঁ
আনন্দে বুক ভরবে তোমার মানবতার ত্রাণে।

ভালোবাসায় দাও ভরে দাও বিন্দু থেকে বৃত্ত
সৎ সাহসে বুক ভরে নাও উদার করো চিত্ত,
নিজের সুখের ভাবনা পরে
সুখ বিলিয়ে পরের ঘরে
ধন্য হবে জন্ম তোমার; করলে পরের হিত্য।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ