মাটির মিঠে ঘ্রাণ

মাটির মিঠে ঘ্রাণ

ছড়া-কবিতা জাহানারা নাসরিন অক্টোবর ২০২৩

গাঁয়ের চেনা চিত্রটি আর আগের মতো নেই,

কই হারাল খেলাধুলোয় মুখর বিকেল সেই?

উঠতো জমে প্রিয় খেলায় শেষ বিকেলের মাঠ,

ভুলতো সবাই ঘরের মায়া ভুলত সবাই পাঠ।


কলা গাছের শখের ভেলা কই হারাল কই?

ডাকছে না আর রাতের তারা জোনাকপোকা, সই।

টানছে নাতো পদ্মফোটা কাজল দিঘির জল,

ডুবসাঁতারে মাতছে না আর দস্যিছেলের দল।


নেইতো এখন গানের আসর, রাখাল বাঁশির সুর,

আঁকাবাঁকা পথ হেঁটে কেউ যায় না বহুদূর। 

ডাকছে না কেউ জলদি করে আয় নারে ভাই আয়,

পিঠেপুলি, পায়েস খেতে আয় না ছুটে গাঁয়।


নীপ-অশ্বত্থের ছায়ায় বসা নেই বেদেনির হাট,

গল্প-কথায় হয় না মুখর শানবাঁধানো ঘাট।

শিউলিফোটা রাত্রি এখন আর কাড়ে না মন,

চড়ুইভাতি, পুতুলবিয়ের হয় না আয়োজন। 


দিন বদলের ছোঁয়া লেগে বদলে গেছে সব,

ঘরের কোণে মুঠোফোনেই চলছে কলরব।

চিরচেনা গাঁয়ের স্মৃতি যতেœ পোষে প্রাণ,

খুঁজে ফিরি সারাবেলা মাটির মিঠে ঘ্রাণ!

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ