মাঝাইলের ছোট্ট কিশোর

মাঝাইলের ছোট্ট কিশোর

ছড়া-কবিতা মোহাম্মদ উল্লাহ ইমরান জুন ২০২৩

মাঝাইলের ছোট্ট কিশোর 

কলম নিয়ে হাতে

লিখে গেল গল্প ছড়া

দিনে এবং রাতে।


‘পাখির বাসা’ ‘ফুলের জলসা’

এবং ‘চাদের আসর’

অবিরত কলম চলে 

গড়ে ‘ছড়ার আসর’।


‘সাত সাগরের মাঝি’ লিখলে

যায় পড়ে যায় সাড়া

দেশ ও জাতির জন্য লিখার 

ছিল মনে তাড়া।


সিন্দাবাদ আর দিলরুবা যে

অনন্য তাঁর সৃষ্টি 

তাঁর লেখাতে উঠতো ফুটে 

দেশ ও জাতির কৃষ্টি। 

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ