ভ্যাপসা গরম

ভ্যাপসা গরম

ছড়া-কবিতা আগস্ট ২০১২

জুলফিকার শাহাদাৎ..

ভ্যাপসা গরম, ভ্যাপসা গরম
প্রকৃতি আজ কী যে চরম
কী হাহাকার পাখির ঠোঁটে
একটুও নেই বাতাস পরম
ভ্যাপসা গরম, ভ্যাপসা গরম।
ভ্যাপসা গরম, বৃষ্টি তো নেই
মাঠ শুকালো এক নিমিষেই
গায়ের জামা কে ভেজাল?
কোথায় রাখি লজ্জা-শরম
ভ্যাপসা গরম, ভ্যাপসা গরম।

ভ্যাপসা গরম, কী যে করি
চলছে আবার ধরাধরি
কেউ বা পালায় খাটের নিচে
কেউ বা খোঁজে লোহার খড়ম
ভ্যাপসা গরম, ভ্যাপসা গরম।

ভ্যাপসা গরম, চান্দি ফাটে
কী করে যাই বাজার-ঘাটে
সওদাপাতি যায় না ছোঁয়া
আড়তদারে কী বেশরম
ভ্যাপসা গরম, ভ্যাপসা গরম!


                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ