ভোরের পাখির গান

ভোরের পাখির গান

ছড়া-কবিতা মোশাররফ মুন্না জুন ২০২৩

ভোরের পাখির গান শুনে হয়

মনটা তরতাজা 

যেজন জাগে খুব সকালে 

সেইতো দিনের রাজা। 


ভোরের বাতাস গায়ে মেখে 

পথ চলো নির্ভয়

হবে তুমি দিগ্বিজয়ী 

আসবে সেরা জয়,

ভোরের সালাত সেরা দুআ 

তোলো দুটি হাত

আঁধার কেটে জীবন জুড়ে 

আসবে সুপ্রভাত।


ভোরের বাগান ফুলে ভরা

রহম দিয়ে ঘেরা

খুব সকালের ফোটা কলি 

সব সেরাদের সেরা

সেই বাগানের মালি যে জন 

সেইতো বান্দা খাঁটি 

ফুলের সুবাস গায়ে মেখে 

জীবন পরিপাটি।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ