ভালো লাগে

ভালো লাগে

ছড়া-কবিতা আতিক হেলাল এপ্রিল ২০২৩

আমার তো ভালো লাগে

সারা দেশে ঘুরতে

যানজট দূরে ঠেলে

পাখি হয়ে উড়তে।


আমার তো ভালো লাগে

নিজ মতো চলতে

মন বলে যেই কথা,

মুখেও তা বলতে।


আমার তো ভালো লাগে

মন খুলে গাইতে

খাল-নদী সাঁতরাতে,

সুুখে নাও বাইতে।


আমার তো ভালো লাগে

প্রাণ খুলে হাসতে,

আত্মীয়-পরিজনে

মিলে ভালোবাসতে।


আমার তো ভালো লাগে

ভালো কিছু শিখতে

ভালো কথা শুনতে বা

বলতে ও লিখতে।


আমার তো ভালো লাগে

শাান্তিতে থাকতে

প্রিয় সব মানুষকে

আনন্দে রাখতে।


আমার তো ভালো লাগে

সুুন্দর সৃষ্টি,

সকলের আচরণ,

কথা হবে মিষ্টি।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ