বৃষ্টির ছড়া

বৃষ্টির ছড়া

ছড়া-কবিতা অনুপা দেওয়ানজী জুলাই ২০২৩

মেঘের ডাকে আকাশ ভেঙে 

হুড়মুড়িয়ে বৃষ্টি এলো

ঝিমিয়ে পড়া গাছের পাতায়

টাপুরটুপুর শব্দ হলো।


উজানি কৈ পুকুর ছেড়ে

ডাঙায় উঠে হাঁটছে কানে

ডোবার ধারে কালোয়াতি 

গান জমেছে ব্যাঙের তানে।


ঝোপেঝাড়ে, বনবাদাড়ে

বৃষ্টি নামে বিল পেরিয়ে 

বৃষ্টি নামে থোলোথোলো

কালোজামের গা গড়িয়ে।


বৃষ্টি নামে নদীর বুকে

নাওয়ের মাঝি বৈঠা নিয়ে

আদুল গায়ে ছলাৎ ছলাৎ 

চলছে ভাটি গাঙ পেরিয়ে। 

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ