বৃষ্টি আসে

বৃষ্টি আসে

ছড়া-কবিতা আশরাফ আল দীন জুলাই ২০২৩

ঝুট ঝামেলা! ঝুট ঝামেলা! 

বৃষ্টি এসে পয়মাল সব 

বন্ধ মাঠের খেলাধুলা। 


হঠাৎ আসে ঘূর্ণি বায়ু 

চূর্ণ করে সকল কিছু, 

শুকনো পাতা এবং ধুলো 

ঘুরতে থাকে পিছু পিছু। 

ঘূর্ণি বায়ু দাপিয়ে বেড়ায়, 

চতুর্দিকে শঙ্কা ছড়ায়! 


ঘূর্ণি কভু প্রবল হলে 

টিনের চালা যায় উড়ে যায়। 

ঘূর্ণি গেলে শীতল হাওয়ার 

একটি দমক শরীর জুড়ায়।


ততক্ষণে মেঘগুলো সব 

নামতে থাকে ওই আকাশে, 

নানান তালে শব্দ করে 

ঝমঝমিয়ে বৃষ্টি আসে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ