বৃষ্টি আসুক

বৃষ্টি আসুক

ছড়া-কবিতা আসাদ বিন হাফিজ জুলাই ২০২৩

বৃষ্টি আসে, মিষ্টি হেসে, দৃষ্টিকাড়া বায়

বৃষ্টি আসে সৃষ্টি জুড়ে নূপুর পরা পায়।

বৃষ্টি আসে ঝুমুর ঝুমুর অবাক ছন্দ তালে

বৃষ্টি আসে টিনের চালে, গাছের মরা ডালে।


বৃষ্টি এলে মাঠে মাঠে জাগে নতুন ঘাস

বৃষ্টি এলে মনে প্রাণে জাগে স্বপ্ন আশ।

বৃষ্টি এলে ধরা আবার সাজে নতুন সাজে

বৃষ্টি এলে ঝুমঝুমা ঝুম ছন্দ হৃদে বাজে।


বৃষ্টি এলে দূর হয় যতো ধরার আবর্জনা

বৃষ্টি এলে দূর হয়ে যায় ধুলোবালির কণা।

বৃষ্টি এসে ধুয়ে মুছে জগৎ করে আলো

মাঝে মাঝে হৃদয় মনে বৃষ্টি আসা ভালো।


রিমঝিম ঝিম বৃষ্টিরে তুই আয়রে মনে আয়

মনের যতো মন্দ কালো ধুয়ে যেনো যায়।

ধুলোবালি সাফ হয়ে যাক, হাসুক আবার ধরা

বৃষ্টি আসুক, বৃষ্টি আসুক, হৃদয় আলো করা।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ