বিল্লি

বিল্লি

ছড়া-কবিতা সেপ্টেম্বর ২০১৩

আসাদ বিন হাফিজ

নাম তার বিল্লি, ভাল নাম মার্জার
দুই চোখ আঁধারে জ্বলে দুই চার্জার।
ব্যাঘ্রের খালা তাই শিকারিটা পাক্কা
তার কাছে খাটে না তো কোন বায়নাক্কা।

ইঁদুরের হাত থেকে যদি চাও নিস্তার
যদি চাও রোধ হোক ইঁদুরের বিস্তারÑ
দুধ-ভাত খেতে দাও, খেতে দাও মৎস্য
পোষ মেনে সে হবে আদরের বৎস্য।

শরীরটা তুলতুলে, আদরের ভক্ত
ছোট জীব তবু তার কাজ বড় শক্ত।
হাতি ঘোড়া কুপোকাত, কুপোকাত দস্যি
তার কাছে সেই কাজ অতিশয় নস্যি।

আন্ধার হলে তার জ্বলজ্বলে দৃষ্টি
আল্লাহর মহিমার অপরূপ সৃষ্টি।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ