বাবা

বাবা

ছড়া-কবিতা আগস্ট ২০১১

ফারুক হোসেন.....

বাবা
সারাটা দিন বৃষ্টি রোদ্দে
ব্যস্ত ভীষণ কাজের মধ্যে
ঠিক থাকেনা নিত্য নিজের
শ্রান্তি নাবা খাবা।

ও কাজ এ কাজ
পাচ্ছে যে কাজ
পয়সা পেলে করছে সেকাজ
ছেলেটা তার পড়ছে টুতে
তার পেছনে একটা ফুতে
হচ্ছে হাওয়া কষ্টে পাওয়া
অল্পো স্বল্প আয়
ইস্কুলে যায় ছেলেটা তাই
কষ্ট ভুলে যায়।

বাবা
চোখের সামনে ছেলের জীবন
বুকের ভেতর কাবা।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ