বাংলা ভাষার জাদু

বাংলা ভাষার জাদু

ছড়া-কবিতা ফেব্রুয়ারি ২০১২

মুহাম্মাদ দারিন..

বাংলাভাষার জাদুর কথা
বলব আমি
হীরা-মানিক, মুক্তার চেয়ে
অনেক দামী।

এই ভাষার এই কথা
বলছি আমি যথা -

রক্তে কেনা মায়ের ভাষা
আমার
কথা বলে কুলি-মজুর
কামার।

ল টাকায় যায়না কেনা
ভাষা
বাংলা ভাষায় তাইতো আমার
হাসা।

বাংলা আমার প্রাণ
বাংলা আমার গান
যায় কেটে যায় দুখ।
মায়ের মুখের বুলি
কেমন করে ভুলি!
বাংলা মনের সুখ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ