বলতে পারো

বলতে পারো

প্রচ্ছদ রচনা আগস্ট ২০১৯

মে ২০১৯ সংখ্যার উত্তর
১. সূরা বাকারা, আয়াত নং ১৮৩-১৮৭ ২. ইবনু মাজাহ, ২৪৪৩ মিশকাত হা/২৯৮৭ ৩. চাঁপাইনবাবগঞ্জ ৪. অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ৫. পুরান ঢাকার আরমানিটোলা মির্জা আহমদ খান ৬. ১৯৪৪ সাল ৭. ১লা মে ৮. ১৯ ফেব্রুয়ারি (২০১৮) ৯. ভিটামিন-সি ১০. শচিন টেন্ডুলকার।

আগস্ট ২০১৯ সংখ্যার প্রশ্ন
১. লেবুতে কোন এসিড ও ভিটামিন বেশি থাকে?
২. আরব্য রজনীর রাজহাঁস কোন কবির রচনা?
৩. পবিত্র কুরআনের কোন সূরার কত নম্বর আয়াতে ওজুর ফরজসমূহ উল্লেখ করা হয়েছে?
৪. ক্রিকেট বিশ্বকাপ ২০১৯এ বাংলাদেশী কোন কোন বোলার এক ম্যাচে ৫ উইকেট নেন?
৫. বিশ্বে ইন্টারনেট চালু হয় কখন?
৬. বাংলা গজলের জনক কে?
৭. নাইজেরিয়ার রাজধানী ও মুদ্রার নাম কী?
৮. হাদিস প্রধানত কত প্রকার?
৯. WHO-এর সদর দফতর কোথায়?
১০. বিশ্বে কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?

মে ২০১৯ সংখ্যার সঠিক উত্তরদাতা
নোয়াখালী : কামরুল হাসান, কোম্পানগীঞ্জ; আনোয়ার হোসেন বিপ্লব, মশিউর রহমান আসিফ, তাওহীদ হাসান তামিম, রিয়াজ উদ্দিন, মহিউদ্দিন, আব্দুল ওয়াহাব, আব্দুর রহিম, মেহরাজ আলম, আকরাম হোসেন সোহায়েব, তাহামিদ উস সালিহীন, সাজেদা আক্তার সাজু, মাহমুদুল হাসান, সদর, ঐ। কুড়িগ্রাম: রোকাইয়া সুলতানা নিলামনি, মাগফিরাত আহমেদ মারুফ, মোহাম্মদ মিজানুর রহমান, ভুরুঙ্গামারী, ঐ। খুলনা: এম এম আজিজুল ইসলাম, আহমেদ জাবের, আব্দুল গাফফার, মোহাম্মদ আবদুল গফুর, মরিয়ম খাতুন, মাহফুজুর রহমান, মাহমুদুর রহমান, হাসিবুর রহমান, আহমেদ মুসা, মাহমুদ বিল্লাহ, মোস্তাফিজুর রহমান, নাঈম তালুকদার, শরিফুল ইসলাম, মাসুদুর রহমান, মোহাম্মদ ইসহাক, ফারিহা তাবাসসুম, সোনাডাঙ্গা, ঐ। রাজশাহী : উম্মে সালমা ফারিহা, সাদিয়া নাসরিন শিফা, আতোয়ার রহমান, জায়েদ আল আহনাফ, বাগমারা, ঐ। চাঁপাইনবাবগঞ্জ : মো: আতিকুর রহমান, আব্দুল কাদের, আসমাউল হক, রবিউল আউয়াল, সুলতান মাহমুদ, শিবগঞ্জ, ঐ। সাতক্ষীরা : আল মামুন মুন্না, রাজিব হোসেন, মনিরুল ইসলাম, শাহরিয়ার নাজিম ইমন, আবু বক্কর সিদ্দিক, আব্দুল আজিজ, আরিফ বিল্লাহ, এম আর সানি, হাবিবুল ইসলাম, সাইফুর রহমান, সাইদুজ্জামান, আকবর হোসাইন, শাহিনুর রহমান, মো: আল-ইমরান, রবিউল ইসলাম, ফরহাদ হোসেন, খালিদ হাসান, আবু সাঈদ, আরমান হোসেন, আল শাহরিয়ার, সাবির হোসেন, সদর, ঐ। ঢাকা : মো: হাসিবুর রহমান, সাভার, আবু সাঈদ, আব্দুর রহমান, যাত্রাবাড়ী, ঐ। চট্টগ্রাম : নুরুল কাদের, মুনতাসির সাঈদ, ফয়সাল করিম, মোহাম্মদ ইমরান, বাঁশখালী; আবু দাউদ মো: ফুয়াদ, লোহাগাড়া ঐ। সিরাজগঞ্জ : খাদিজাতুল কোবরা ওমামা, ইব্রাহিম খলিলুল্লাহ, মেহেদী হাসান সৌরভ, এনায়েতপুর ঐ। মৌলভীবাজার : নওরীন জান্নাত তমা, শাহিন আহমদ, এহতেশাম আদিব খান, বড়লেখা, ঐ। অন্যান্য জেলাসমূহ: জে এইচ তামিম রামু, কক্সবাজার; আরিফুল ইসলাম, ধামরাই হাট নওগাঁ; খাদিজাতুত তাহিরা, নালিতাবাড়ী, শেরপুর; জাকিয়া ফারহানা, আব্দুল্লাহ আল মামুন, দেওয়ানগঞ্জ, জামালপুর; আজিমুন্নেসা, ফাতেমা আক্তার, হরিপুর ঠাকুরগাঁও; ওসামা বিন শফিউল্লাহ, লাকসাম, কুমিল্লা; মো: হাসান, জাহিদ হাসান, মেহেদী হাসান, রায়পুর, লক্ষ্মীপুর।

এ মাসে পুরস্কার পেলো যারা
১. কামরুল হাসান
কোম্পানীগঞ্জ, নোয়াখালী
২. রোকাইয়া সুলতানা নিলামনি
ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
৩. এম এম আজিজুল ইসলাম
সোনাডাঙ্গা, খুলনা
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ