বলতে পারো

বলতে পারো

প্রচ্ছদ রচনা মে ২০১৯

ফেব্রুয়ারি ২০১৯ সংখ্যার সঠিক জবাব ১. সূরা ইবরাহিম, আয়াত-৪ ২. হজরত বেলাল রা. ৩. কবি ফররুখ আহমদ ৪. ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি ৫. ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি ৬. মানিক মিয়া এভিনিউ, শেরেবাংলা নগর, ঢাকা ৭. সোনারগাঁতে ৮. ভিনটন জি কার্ফ ৯. গাজীপুরের শফিপুরে ১০. দামেস্ক পাউন্ড।

মে ২০১৯ সংখ্যার প্রশ্ন ১. পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে সিয়াম সম্পর্কিত বিধিবিধান উল্লেখ রয়েছে? ২. ‘তোমরা শ্রমিককে তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক দিয়ে দাও।’ কোন গ্রন্থের কত নম্বর হাদিস? ৩. বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ৪. উইকিপিডিয়া কী? ৫. ঢাকার বিখ্যাত তারা মসজিদ কোথায় অবস্থিত আর কে নির্মাণ করেন? ৬. ফররুখ আহমদের প্রম কাব্য ‘সাত সাগরের মাঝি’ কত সালে প্রকাশিত হয়? ৭. বিশ্ব শ্রমিক দিবস কত তারিখ? ৮. চর্তু প্রজন্মের (৪ম) টেলিযোগাযোগ সেবা চালু হয় কবে? ৯. সহজে সর্দি-কাশি হয় কোন ভিটামিনের অভাবে? ১০.টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে শততম শতক করেন কোন ক্রিকেটার?

ফেব্রুয়ারি ২০১৯ সংখ্যার সঠিক উত্তরদাতা ঢাকা : হাফেজ মোহাম্মদ সালমান হোসাইন, পোস্তগোলা, আহনাফ তাহমিদ অর্ণব, উত্তরা, মোঃ হুমায়ুন কবির, শ্যামপুর, ঐ। নোয়াখালী : এইচ এম খালেদ সাইফুল্লাহ, চাটখিল, মোহাম্মদ আনোয়ার হোসেন, শাহরিয়ার সাকিব, মোহাম্মদ হাসান, মেজবাহ উদ্দিন জিহাদ, আনোয়ার হোসাইন বিপ্লব, মোহাম্মদ রিয়াদ হোসেন, মোহাম্মদ আরাফাত উল্লাহ নোমান, মোহাম্মদ আলী রায়হান, আহমেদ ইমতিয়াজ, মোহাম্মদ রিয়াজ, হাবিবুর রহমান, সদর, ঐ। কুষ্টিয়া : আব্দুল আজিজ সিরাজী, আবদুল্লাহ আল ইসলাম, নাহিদ হাসান, মো: সাব্বির হোসেন, মোহাম্মদ রিফাজ হোসেন, ইবি, ঐ। গাজীপুর : সিফাত হোসেন, রীদি আক্তার, ফাহিম আল ফাত্তাহ, আব্দুল গফুর, রাকিব হোসেন, সুমাইয়া আক্তার, মারজিয়া আক্তার, হাফসা খাতুন, মাহমুদা আফরোজ মোহনা, শ্রীপুর, ইমরান হোসাইন, আয়েশা আক্তার, বিথী আক্তার, রহিমা আক্তার, আল আমিন হোসেন, নাহিদ কালিয়াকৈর, ঐ। চট্টগ্রাম : আব্দুল্লাহ আল আমিন ভূঁইয়া, মিরসরাই, জাহিদ হোসাইন ইয়ামিন, আবু দাউদ মো: ফুয়াদ, মুনতাসির হোসাইন ফাহিম, মো: ইমরান, নুরা ইন বিন্তে ইউনুস, রিপন আলি, লোহাগাড়া, হোসনাম মাকসুদা হুমায়রা, সীতাকুণ্ড, ঐ। কুমিল্লা : জান্নাতুন নূর ফাহিমা, তামান্না তাসনুভা, বুড়িচং, আবু তালহা, সাইফুল্লাহ, তারিক বিন হাসান, আব্দুর রহিম, আব্দুল হান্নান, গোলাম কিবরিয়া, চৌদ্দগ্রাম, নাজমুস সায়াদাত, আব্দুল্লাহ, মো: আবু সাঈদ, মাহবুবুল আলম, রাশেদুল ইসলাম, মো: রমজান, মহিউদ্দিন সাঈদী, মাজেদুল ইসলাম, তারিকুল ইসলাম, ইয়াসিন আরাফাত সিয়াম, আরিফুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, সুমাইয়া খানম আয়েশা, মনসুর আলী, মো: মারুফ হোসেন, সাকিবুল হাসান, মোহাম্মদ মহিবুল্লাহ, মেহেদী হাসান সৌরভ, মো: ইমন, আশরাফুল আমিন রাফি, মরিয়ম খানম, তানজিল মোহাম্মদ তামিম, সিয়াম মো: হামিম, ফাহিম মুনতাসির, আদিবা, মুরাদনগর, ঐ। মৌলভীবাজার : হোসাইন মোহাম্মদ আলমগীর, আবু মুসা মুহাম্মদ মফিজ উদ্দিন, মোহাম্মদ জামিল হোসেন, মোহাম্মদ ছালিক আহমেদ, শ্রীমঙ্গল, নাজমুল হুদা, আল তাহমিদ হাসনাত, শাহরিয়ার আহমদ রুহান, ইমা বেগম, রুবিনা বেগম, শাহ আলম, দেলোয়ার হোসেন, রুবিনা বিনতে জামাল, আলী আকবর, ফেরদৌস জানড়বাত সামা, মারুফ আহমদ, আব্দুল্লাহ আউয়াল, সাব্বির আহমদ, বিয়ানীবাজার, ঐ। ঠাকুরগাঁও: আব্দুর রহমান, আব্দুল্লাহ, ফয়সাল মাহমুদ, মাহমুদুল হাসান, আজিমুন নিসা, রোকসানা, হরিপুর, ঐ। জামালপুর : আবদুল্লাহ আল মাহমুদ, ইসলামপুর, হাবিবুর রহমান, দেওয়ানগঞ্জ, ঐ। চাঁপাইনবাবগঞ্জ: মাহমুদা নাবিলা, সুলতান মাহমুদ, আব্দুল কাদের, আতিকুর রহমান, সুলেমান আহমদ, নাজমুল হুদা, শিবগঞ্জ, ঐ। সিরাজগঞ্জ : আহমাদুল্লাহ সিরাজী, মেহেদী হাসান সৌরভ, নুসরাত জাহান আশিয়া, এনায়েতপুর, ঐ। পাবনা : শফিকুল ইসলাম রহুল, নাঈম ইবনে তাহের, খাদিমুল ইসলাম, আব্দুল্লাহ ইবনে রোহান, ঈশ্বরদী, ঐ। খুলনা : সাদিয়া সুলতানা, শেখ মিনহাজ উল ইসলাম, ডুমুরিয়া, রুকাইয়া ইয়াসমিন, মাইমুন হাসান, খান জাহান আলী, ঐ। দিনাজপুর : আবু সায়েম মেজবাহ, এস ইমতিয়াজ আহমেদ, এস আশরাফী, ফুলবাড়িয়া, ঐ। কুড়িগ্রাম : মাগফিরাত আহমেদ মারুফ, আহসান হাবীব, ভুরুঙ্গামারী, ঐ। কক্সবাজার : জাকির হোসাইন, সৈয়দ মোহাম্মদ সালেহ রাহীম, আমির মোহাম্মদ জাহান, রামু, ঐ। অন্যান্য জেলা : সামিহা নুসরাত, মধুপুর, টাঙ্গাইল; রাহাতুল ইসলাম ইমরান, সদর, বরিশাল; নুরে হাবিবা, দুমকি, পটুয়াখালী; তাহমিনা আক্তার সুবর্ণা, সদর, ময়মনসিংহ; মাহমুদুল হাসান, রামগঞ্জ, লক্ষ্মীপুর; সামিউল ইসলাম সামি, ফাহিম বিন আনোয়ার, মানিকগঞ্জ; ইফতেখার আবেদীন বোরহান, হবিগঞ্জ; জিয়াউর রহমান, জয়পুরহাট; মুশফিকা নাজনীন মাহিয়া, কিশোরগঞ্জ।

এ মাসে পুরস্কার পেলো যারা ১. হাফেজ মোহাম্মদ সালমান হোসাইন, পোস্তগোলা, ঢাকা ২. এইচ এম খালেদ সাইফুল্লাহ, চাটখিল, নোয়াখালী ৩. আব্দুল আজিজ সিরাজী, ইবি, কুষ্টিয়া

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ