বলতে পারো

বলতে পারো

বিবিধ কিশোরকণ্ঠ ডেস্ক জানুয়ারি ২০১০

ফেব্রুয়ারি ২০২৩ সংখ্যার সঠিক উত্তর

১. সূরা আল-আ’লা : ১৪-১৫ ২. দশম ৩. ১০০ কোটি ডলার ৪. ২১০০টি ৫. দুই লাখ ৩৬ হাজার ৬. মুসলিম : মিশকাত  ৭. ঝিরঝির কুয়াশায় ৮. ডেভিড বিস্লের ৯. ২২৯টি এবং ব্রাজিল ১০. শীতকালের


মে ২০২৩ সংখ্যার প্রশ্ন

১. নবী সা. মানুষদের ঈদের সালাতের জন্য বের হওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করার আদেশ দিয়েছেন। এটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 

২. ঈদের বড় শিক্ষা কী? 

৩. ৬ ফেব্রুয়ারি-২০২৩ এ বিশ্বের কোন কোন দেশে ভয়ঙ্কর ভূমিকম্প হয়ে গেল? 

৪. আগুনের লাল শিখা উপন্যাসের লেখক কে? 

৫. কবিতা লিখে প্রথম ১০ টাকা পুরস্কার পেয়েছিলেন কোন লেখক? 

৬. মেসি আর্জেন্টিনার জার্সিতে ম্যাচ খেলেছেন কতটি এবং গোল করেছেন কতটি? 

৭. বাংলাদেশের জলসীমায় কতো প্রজাতির ডলফিন রয়েছে? 

৮. “সবকিছুতে স্বপ্ন আছে খাওয়ার স্বপ্ন সেরা, স্বপ্নে স্বপ্নে যাক মিলিয়ে ধনী-গরিবেরা।” কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? 

৯. আবু লাহাবের আসল নাম কী ছিল? 

১০. ঈদুল ফিতর হিজরি বর্ষপঞ্জি অনুসারে কোন মাসের কত তারিখে? 

(সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে এপ্রিল ২০২৩ সংখ্যায়)


ফেব্রুয়ারি ২০২৩ সংখ্যার সঠিক উত্তরদাতা

ঢাকা: মাহফুজুল ইসলাম মাসুম, ডেমরা; রাইয়্যান আশরাফ, নাসরুল্লাহ লাবিব, ওয়াজিহা বিনতে সাইফুল্লাহ, নাজমুল আরেফিন, সারাহ কাদির, ইনতিসার হোসাইন, সাইমুন রহমান, উনাইবা, আব্দুল্লাহ আহসান, তাওফিকুর রহমান, সুয়াইলিম সুদাদ, শাফিন শাহরোজ। 

কুমিল্লা: ওয়াশিমুল হক রিফাত, সদর দক্ষিণ; জোনায়েদ হাছান, শাহিদুল ইসলাম, ফারহান হোসেন, জাহিদুল ইসলাম, রাহিমুল ইসলাম, মোশারফ হোসেন, তামীম আনয়ার, আব্দুর রহমান, সামির প্রধান, মাইন উদ্দিন, জাহিদুল ইসলাম, সিয়াম মুন্সী, সাব্বির আহম্মেদ, আবু সাঈদ, তারেক যিয়াদ, নাহিদুল হাসান, আইয়ুব আনসারী, ইফতেখার আহমেদ, তারিকুল ইসলাম, নাঈমুর রহমান, ইসাক, সিয়ামুল হাসীম, সাইফ উদ্দিন, মেজবাহুর রহমান, মেহেরাজ ইবনে কামাল, নাজমুল ইসলাম, মাজহারুল ইসলাম, ইয়াকুর খান, আইমান হোসেন, আব্দুল্লাহ আল সাইফ, তালহা জুবায়েল, আলী আহম্মদ, আবদুল মুন্তাকিম, তাসপিয়া তাবাসসুম, আবু সাঈদ, আব্দুল্লাহ মাহমুদ, ফাতিহা জাহান, খালিদ বিন ওয়ালিদ, নাহিদুল ইসলাম, সালমান হোসেন, আব্দুর রহমান, সাইদুল ইসলাম, ইমরান ভট্টাচার্য, ছাকিবুল হাসান, সাজিদুল হাসান, হাসিবুল ইসলাম, আমেনা আক্তার, সাউদা আলম, আব্দুর রহমান, হামজা বিন সুলতান, মুইজ রাফিদ, তানভীর বিন মোস্তফা, সদর।

চট্টগ্রাম: সাবিহা ফারজানা, ওয়াজদি মিকদাদ, আশরাফুল আলম, আর জাহিদ, উজাইর মারুফ, আব্দুল হাই ওহী, সাউদ ইবনে আজাদ, সামির হোসেন, আল আমিন, সাইফুল ইসলাম, আবির হোসেন, রাকিব হাসান, আয়মন বিনতে ইয়াছিন, যোবাইর হোসাইন, সাতকানিয়া।

কুষ্টিয়া: জিসান উল ইসলাম, হাসান জামিল, মাসুদ রানা, মোস্তাফিজুর রহমান, জিহাদ লস্কর, শাকিল মালিথা, নাজমুন নাহার, ছামিউল ইসলাম, সদর।

নরসিংদী: তরিকুল ইসলাম, হাসান আলীম, সেলিম উদ্দিন, মনোহরদী; মতিন আকন্দ, তানজিদ আকন্দ, সাআদ আকন্দ, তালহা সরকার, সিয়াম, সদর।

ব্রাহ্মণবাড়িয়া : শামস আরেফিন, নুসরাত জাহান, ইসরাত জাহান, ফারজানা আক্তার, জান্নাতুল ফেরদৌস, মায়মুনা শাহ্, জুম্মী বিনতে নাছির, মীমশাহ্ বিনতে নাছির, মাসুম বিল্লাহ, আব্দুর রহমান।

ভোলা: সাইফুল ইসলাম, তামিম ইকবাল, সাদ মর্তুজা, মেশকাত বিন কামাল, আবিদ হোসেন, আশফাকুর রহমান, তানজিল ইসলাম।

টাঙ্গাইল: তানভীর হোসাইন, আবু জাফর সালেহ, দেওয়ার রিজওয়ান, হাসান নাসরুল্লাহ, তানজিলা ইসলাম, জেছিকা তানজিন, ফারিহা আহমেদ, মাজহারুল ইসলাম, তানভীর রহমান রাকিব, ইয়াদি হাসান ফাহিম।

সুনামগঞ্জ: সাকিফ হোসাইন, শায়ের আহমদ, শফিক মঞ্জিল, মাসউদুল হক, তাহসিন আহমদ, নুসরাত জাহান, নাইম মিয়া।

যশোর: রিজওয়ানুল্লাহ, জান্নাতুল ফেরদাউস, জোবায়ের হোসেন, ফয়সাল আহমেদ, জিহাদুল ইসলাম।

পাবনা: সুমাইয়া আক্তার, রওশন আলম, সাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম, আবু ছাহিম, তাসনিম আলম, হুসাইন।

বগুড়া: জাইয়্যান আশরা, রাইয়্যান আফরা, জুনাইনা আলিজা, সাদিকুল ইসলাম, রিফাত হোসেন, এনামুল হক, রিয়াদ, নাজমুল, জাকারিয়া, ওয়াজেদ, ইসরাফিল আলম।

ময়মনসিংহ: আনিছুল হক, মৌরিন জাহান, মোস্তাফিজুর রহমান, ফায়েজ আল ফুয়াদ, মোস্তাকিম ইসলাম, তাহমিনা আক্তার।

সাতক্ষীরা: আনজুরা বেগম, আব্দুল্লাহ আল মামুন, শাহিনা মল্লিক, শিল্পী পারভীন।

খুলনা: সাকিব আল হাসান, ইয়াছির আরাফাত, তাজু আফরিন, নাসির উদ্দীন, মেহেদী হাসান, মিনহাজ উদ্দিন, রাকিব হাসান।

নোয়াখালী: জাবের, নুরুল কবির, আবদুল বাছেত, আদনান ফাহিদ, মুজাহিদুল ইসলাম, শরীফ উল্যাহ, রাশেদ সালেহ, আকিব, ছিফাতুল্লাহ মাহমুদ, সাকিব হাসান, আবু সুফিয়ান, জোনায়েদ হোসেন, মাঈন উদ্দিস, নুর মোহাম্মদ, আব্দুল আজিজ, মাহরিব বিন মহসিন।

চুয়াডাঙ্গা: সাঈদ সুলতান, আব্দুর রাঘি, সহিম রেজা, আনিছুর রহমান, রফিক আহমেদ।

ফেনী: মাহফুজুর রহমান, সাহিদুল ইসলাম, আব্দুল্লাহ মুহাম্মদ, কামরুল হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ: তাজ অয়ালিউল্লাহ, আব্দুল্লাহ আল মাহফুজ, হাদিমুল হাসান, ইনজামাম, ইসরাত জাহান, রাইসা খাতুন, আব্বাস আলী, লুৎফর রহমান।

চাঁদপুর: আননিসা নূর, খন্দকার নাজমুস, মাহাদী রহমান, নাজিফা জাহান, জাহিন ইসলাম, সানজিদ আহমেদ, সাজ্জাদুর রহমান, সুমাইয়া আলম, আবুল ফারাহ, সাউদা আলম, আবুল বারাকাত, তাহিয়া তামান্নুম, মোজাম্মেল হোসেন, মোজাম্মেল হোসেন।

অন্যান্য জেলাসমূহ: নাভিদ সরওয়ার, তাসলিমা আক্তার, কক্সবাজার; ইমরান আলী, ইভা খাতুন, ঝিনাইদহ; নোমান, দিনাজপুর; রায়হান কবির, কুড়িগ্রাম; মারুফ হুসাইন, ঠাকুরগাঁও; সাইফুল্লাহ, পিরোজপুর; জুনাইদ বিন তাহের, লক্ষ্মীপুর; ফাতেমা তুজ-যোহরা, মাদারীপুর; রিদোয়ান আহমেদ, মেহেরপুর; তাওছীফুর রহমান, উসরাত আফিফা, গাজীপুর; শাহিদুর রহমান, রাগিব আল জাহিন, দিনাজপুর; মিফতাহুল জান্নাত, আব্দুল মালেক, পঞ্চগড়; তৌফিকুর ইসলাম, ফাহাদ হোসেন, সিরাজগঞ্জ; নাজিহুজ্জামান শিহাব, সাবিক মন্ডল, শাওন সরকার, রংপুর; ওয়াসিফ আববার, আবু উবায়দা, আব্দুল্লাহ আল আসয়াদ, নারায়ণগঞ্জ; সাঈদ নাবিল, রাজশাহী; জুলকার নাঈন, রাজশাহী; রওনক জাহান, দিনাজপুর।


ফেব্রুয়ারি ২০২৩ সংখ্যার পুরস্কারের জন্য মনোনীত যারা

১. মাহফুজুল ইসলাম মাসুম, ডেমরা; ঢাকা।

২. ওয়াশিমুল হক রিফাত, সদর দক্ষিণ; কুমিল্লা।

৩. সাবিহা ফারজানা, সাতকানিয়া, চট্টগ্রাম।

৪. জিসান উল ইসলাম, সদর; কুষ্টিয়া।

৫. তরিকুল ইসলাম, মনোহরদী; নরসিংদী। 

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ