ফা রু ক  হো সে ন বৃক্ষের ছড়া

ফা রু ক হো সে ন বৃক্ষের ছড়া

ছড়া-কবিতা জুন ২০১২

বৃক্ষ দিচ্ছে শস্য
ফুল ফল বীজ-খাদ্য
কিছু কিছু ডাল, কাণ্ড ও ফল
দিচ্ছে বাজনা বাদ্য।

বৃক্ষের তেল, কস, তরুক্ষীর
রঙ ও রজন লাক্ষ্যা,
প্রাণীদের সব শক্তির ভিত
‘বৃক্ষ’ পেয়েছে আখ্যা।

বৃক্ষের কাঠ, কয়লা, জ্বালানি,
নানা  আসবাবপত্র,-
আবাসন- মানে আশ্রয় সাথে
বৃক্ষ দিচ্ছে বস্ত্র।

বৃক্ষ আবার কাঁচামাল হয়
দিচ্ছে হাজার পণ্য,
বৃক্ষই পারে খাদ্য বানাতে
নিজেরা নিজের জন্য।

কিন্তু বৃক্ষে  নির্ভর করে
পৃথিবীর জীবজন্তু,
নানা ভিটামিন সবজি ও শাক
বৃক্ষ দিচ্ছে তন্তু।

বৃক্ষতে হয় নানা ঔষধ
ভেষজ দাওয়াই পথ্য,
বৈশ্বিক তাপ হার মেনে হয়
বৃক্ষের আনুগত্য।
মানুষ মাটিতে হেলায় ফেলায়
খেলছে এক্কা-দোক্কা,
বৃক্ষে শেকড় সেই মাটিকেই
ধস থেকে করে রক্ষা।

কার্বন ডাইঅক্সাইড নামে
বাতাসের উপাদানকে,
বৃক্ষরা নেয় বিনিময়ে দেয়
শুদ্ধ অম্লজানকে।

অম্লজানের বিকল্প নেই
প্রয়োজন শ্বাস টানতে,
বৃক্ষের এই ভূমিকার কথা
পড়ে হবে পুরো জানতে।

বৃক্ষ মানেই রক্ষাকবচ
প্রকৃতির ভারসাম্য।
বৃক্ষ জীবন চারপাশে তাই
বৃক্ষ সবার কাম্য।

বিশ্ব বৃক্ষরাজ্য
বৃক্ষের প্রয়োজনীয়তা নিয়ে
প্রাণিকুল অবিভাজ্য।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ