পহেলা বৈশাখ

পহেলা বৈশাখ

ছড়া-কবিতা এপ্রিল ২০১২

আবুল হোসেন আজাদ..

পাতাঝরা চৈত্র দিনের শেষে
নতুন সূর্য উঠলো আবার হেসে।
নতুন করে চলতে দিল ডাক
নতুন বছর পহেলা বৈশাখ।
শহর গাঁয়ে বৈশাখী আজ মেলা
ঈশান কোণে হঠাৎ মেঘের ভেলা।
সেই মেঘেতে বৃষ্টি ঝড়ের তোড়ে
নড়বড়ে ঘর খড়ের চালা ওড়ে।
সৃষ্টি সুখের শপথ নিয়ে তবু
পেছন ফিরে তাকাই না আর কভু।
ব্যর্থতা আর জীর্ণতা সব থাক
ডাকা দিয়েছে পহেলা বৈশাখ।
বউ কথা কও পাখি ডাকে গাছে
প্রজাপতি ফুলে ফুলে নাচে।
সবার যে মন ঝলমলিয়ে ওঠে
অন্ধকারের মন্দগুলো ছোটে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ