নীলাচলে দোলাচল

নীলাচলে দোলাচল

ছড়া-কবিতা নভেম্বর ২০১২

আহমদ মতিউর রহমান..

নীলাচলে দূরে দূরে উড়ে চলে মেঘ
আহা ভারি মনোহর, বুঝি হারাই আবেগ!
সুউচ্চ পাহাড় শীর্ষে বাতাসের বাড়ি
উড়ে উড়ে মেঘগুলো দূরে দেয় পাড়ি।
যে দিকে দু’চোখ যায় গাছের সবুজ
দূরে দূরে পাহাড়ের বিশাল গম্বুজ।

মেঘ এসে থেমে থাকে পাহাড়ের গায়
হাত দিয়ে সেই মেঘ নাকি ছোঁয়া যায়!
শীতের দুপুরে সেই মেঘ যে উধাও
পাবে তারে বর্ষায় যদি পেতে চাও!

কুয়াশার আবছায়া দূরে থরে থরে
অদ্ভুত আঁধার এক যেন খেলা করে।
ডুবে যায় চোখ আহা ডুবে যায় মন
নীলাচলে দোলাচলে তরুশ্রেণী বন।
বাতাসের ঝাপ্টায় মাতি উৎসবে
মেঘের দলের সাথে দেখা হবে কবে?
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ