নীল মেশানো চাঁদ

নীল মেশানো চাঁদ

ছড়া-কবিতা আগস্ট ২০১১

আলতাফ হোসাইন রানা.....

ইচ্ছে হলে গোরাপ হয়ে ফুটতে পারো
আবির মাখা রঙ
তোমার সাথে আমরা না হয় সাজবো তখন
দুষ্টুমিতে সঙ।

রঙের বাহার ঠেলে ঠেলে দূর আকাশের গায়
কে যেন ঐ সন্ধ্যা রাতে পুকুর পাড়ে যায়
হয়তো শালিক নয়তো পাখি ময়না টিয়ে
বউ কথা কও হবে
আমার কাছে সন্দেহরা ভীড় করে সব
কে তাহলে তবে?

অবশেষে বুঝতে পারি নীল মেশানো চাঁদ
খুশির জোয়ার বইছে বলে ভাঙলো চলার বাঁধ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ