নিসর্গের এই রূপমাধুরী

নিসর্গের এই রূপমাধুরী

ছড়া-কবিতা নভেম্বর ২০১২

নাসিরুদ্দীন তুসী..

আমনক্ষেতে যখন ঝরে কলস কলস সোনা,
শস্য তো নয় মাটির মাঝে স্বপ্নগুলো বোনা।
আকাশ জুড়ে যখন ফোটে লক্ষ কোটি তারা,
পাহাড় বেয়ে আসে যখন চপল ঝর্নাধারা
সেই অপরূপ রূপের কথা কেমন করে লিখি,
গভীর রাতে নদীর বুকে চাঁদটা রুপোর সিকি!
জ্যোৎস্না হাসে কী উচ্ছ্বাসে কোন্ ভাষাতে বলি,
লেখার ভাষা, বলার ভাষা কোথায় কথার কলি!
নিসর্গের এই রূপমাধুরী ভীষণ ভালো লাগে,
তাই কবিতার শব্দ বুনি গভীর অনুরাগে!
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ