নামাজ পড় ।  তারেক হোসেন

নামাজ পড় । তারেক হোসেন

ছড়া-কবিতা জানুয়ারি ২০১৯

নামাজ পড় নামাজ পড়
নামাজ পড় ভাই,
বিশ্বাস রাখো আল্লাহ ছাড়া
প্রভু কেহ নাই।

সুখী-দুঃখী সাদা কালো
এক কাতারে দাঁড়াই,
সবাই মিলে নামাজ পড়ে
শান্তি খুঁজে পাই।

প্রাণদাতা রিজিকদাতা
দান যে কত শত,
তাঁরই নামটি মনে করে
শিরটি করি নত।

কিসের লোভে কিসের আশায়
দিন চলে যায় বয়ে,
অলস হয়ে থাকলে কেন
জীবন পুঁজি লয়ে?

ঢুকতে গেলে স্বর্গ বাগে
কোথায় চাবি পাই
নামাজেতে মিলবে চাবি
নামাজ পড় ভাই।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ