দেশের জন্য

দেশের জন্য

ছড়া-কবিতা ডিসেম্বর ২০১২

মোশাররফ হোসেন খান

আকাশ ভরা তারার মেলা বাওড়ি বাউল সুর
বাতাস ফুঁড়ে যাচ্ছে ছুটে সামনে বহু দূর।
মাথার পরে আছড়ে পড়ে আপন করা হাসি
যে হাসিটা অনেক দামী-জোসনা রাশিরাশি।
ভুবন জোড়া খুশির মায়া জড়িয়ে আছে মা-কে
সাত সমুদ্দুর ওপার থেকে মা-যে আমার ডাকে।
স্বদেশ আমার সূর্য হাজার রাজ্যিসেরা সুখ
সবুজ-সোনা আল্পনাতে ভাসে তারই মুখ।
স্বদেশ আমার ব্যাকুল হৃদয় আকুল করা গান
দেশের জন্য ভালোবাসা বান ডেকেছে বান ॥
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ