তোমাদের ছড়া-কবিতা

তোমাদের ছড়া-কবিতা

ছড়া-কবিতা আগস্ট ২০১৮

বৃষ্টি
মতিউর মিয়াজি

অবিরাম বর্ষণে পাই
বর্ষার আভাস,
বৃষ্টির ছোঁয়া পেয়ে
জেগে ওঠে ঘাস।
জেগে ওঠে মৃতপ্রায়
সবুজের বন,
এখনো জাগেনি সে
কোন সে মন?
কেন সে মৃত এখনো
কেন যে বৃষ্টিহীন?
কেন তার দিন কাটে
একান্তে দৃষ্টিহীন!
কেন সে হৃদয় চোখে
করে না লোচন?
তবে কি বৃষ্টির মাঝে
তার নিঃস্ব ক্ষণ!

 

মন
হামিদ হোছাইন মাহদী

মনকে করো বিশুদ্ধতর
পানির মতোই,
মনকে করো সুরভিত
ফুলের মতোই।
মনকে করো অনেক বড়
বটের মতোই,
মনকে করো মুক্ত সদা
পাখির মতোই।
মনকে করো জ্যোৎস্নাময়ী
শশীর মতোই,
মনকে করো আলোকময়ী
রবির মতোই।
মনকে করো প্রবহমান
নদীর মতোই,
মনকে করো চকচকে ওই
সোনার মতোই।
মনকে করো সুললিত
গানের মতোই,
মনকে করো নিজের মতো
ভালোর মতোই।

 

হতে হবে
ইমতিয়াজ মাহমুদ

সত্য ন্যায়ের দীপ্ত নিশান
ধরবো আমি বুকে,
অন্যকে আমি কষ্ট দিয়ে
থাকবো নাকো সুখে।
তাদের ভালোবাসবো আমি
যারা দারুণ নিঃস্ব,
যাদের খবর রাখে না কেউ
তাকায় না এ বিশ্ব।
তবেই ভালো হতে পারবো
এই প্রত্যয় মনে,
মৃত্যুর কথা স্মরণ করব
প্রতি ক্ষণে ক্ষণে।

নামাজ
তাসমিয়াহ বিনতে শরীফ

মুমিন তুমি নামাজ পড়
করো না তো হেলা
এই নামাজই হবে তোমার
ভালো কাজের ভেলা।

মুমিন তুমি পড়তে নামাজ
করো না আলসেমি
এই আলসেমির ফলে তুমি
হবে জাহান্নামি।

মুমিন তুমি নামাজকে
বলো না কাজ আছে
বরং তুমি কাজকে বলো
আমার নামাজ আছে।

মুমিন তুমি পড় নামাজ
এতেই তোমার লাভ
পড়লে নামাজ জান্নাত পাবে
ঘুচবে সকল পাপ।

 

ছন্দে ছন্দে শিখি
ওয়াজ কুরুনী সিদ্দিকী

ডান হাতে খাবার খাবো বিসমিল্লাহ বলে
ঘুম হতে উঠে যাব আজান দেয়া হলে।
আব্বা আম্মার মনে কভু কষ্ট পেতে দেব না
না বলে পরের জিনিস আমরা কভু নেব না।

বাইরে থেকে খোলা খাবার কিনে কভু খাবো না
অচেনা লোকের সাথে আমরা কভু যাবো না।
পাঠ্যবইয়ের পাশাপাশি ভালো বই পড়বো
জ্ঞানের আলোর মশাল জ্বেলে জীবনটাকে গড়বো।

কারো সাথে দেখা হলে আগে দেব সালাম
মধুর সুরে পড়বো মোরা আল্লাহর কালাম।
কারো সাথে কখনো মিথ্যে কথা বলবো না
মন্দ কাজ করে যারা তাদের সাথে চলবো না।

সব সময় রাখবো মনে আল্লাহর ভয়
ভালো পথে চলবো যেন সবাই ভালো কয়।

 

এই ছড়াটি
শাহজাহান শাহেদ

এই ছড়াটি আমার গাঁয়ের
সবুজঘেরা মাঠের
এই ছড়াটি পুকুরপাড়ের
শান বাঁধানো ঘাটের।

এই ছড়াটি পাল তোলা নাও
ছোট্ট নদীর বাঁকের
এই ছড়াটি পাখ-পাখালির
সবুজ গাছের শাঁখের।

এই ছড়াটি রাখাল ছেলের
বাঁশির মোহন সুরের
এই ছড়াটি মনকাড়া রূপ
কাছের এবং দূরের।

এই ছড়াটি বাবার শাসন
বটতলার ওই ছায়ার
এই ছড়াটি আমার মায়ের
পরম আদর মায়ার।

এই ছড়াটি চিত্র আঁকা
নরম শীতল পাটির
এই ছড়াটি সবুজ শ্যামল
আমার দেশের মাটির।

 

 

 
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ