তোমাকেই নিতে হবে

তোমাকেই নিতে হবে

খোলা ডাক মে ২০১৩

তোমাকেই নিতে হবে সকলেই আপন সাধ্যানুযায়ী তোমার প্রশংসা করে। ভালোবাসা আর ভাল লাগার অনুভূতি, কাছে পাওয়া ও ধরে রাখার আকুতি সবাই তার মনের মাধুরী মিশিয়ে প্রকাশ করে। আমারও মনে চায়, কিন্তু বরাবরই ভাষার সীমাবদ্ধতার কাছে হার মানতে বাধ্য হই। অন্ধকারাচ্ছন্ন এই ছোট্ট জীবনের চিন্তা চেতনা আবেগ অনুভূতির কাছে হেরে যাই। তাই শুধু দূরে বসে দোয়া করি তুমি সফল হও। স্থায়ী হও কিয়ামত পর্যন্ত। তুমি আলো ছড়াতে থাকো, যেন তোমার আলোয় দূরে সরে যায় অন্ধকার। কেননা এ উথাল সাগরে ধু ধু মরুভূমিতে নিতে হবে তোমাকেই দায়িত্বভার। হাবিবুর রহমান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া, মিরপুর, ঢাকা বিকশিত জীবনের দ্বার দিন যতই যাচ্ছে ততই প্রসারিত হচ্ছে জ্ঞান-বিজ্ঞানের দ্বার। তারই ধারাবাহিকতায় প্রসার হচ্ছে কিশোরদের জ্ঞানের দিগন্ত। সেই প্রসারের উপাদানগুলোর মধ্যে অন্যতম হলো সাময়িক জ্ঞান ও জীবন গঠনমূলক জ্ঞানসমৃদ্ধ আলোকরশ্মি নতুন কিশোরকণ্ঠ। জ্ঞান পিপাসুদের জ্ঞানের জানালা খুলে দেয়ার প্রতিজ্ঞা নিয়ে সম্মুখে অগ্রসর হচ্ছে কিশোরকণ্ঠ। সত্যিই কিশোরকণ্ঠ বিকশিত জীবনের দ্বার। হামেদ হাসান ইলাহী বাঁশখালী, চট্টগ্রাম প্রিয় পত্রিকা প্রতি মাসে আমি অপেক্ষা করি কখন হাতে পাব প্রিয় পত্রিকা নতুন কিশোরকণ্ঠ। একজন মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে যে জ্ঞানের প্রয়োজন হয় সেই জ্ঞান এই পত্রিকাটিতে পাওয়া যাবে। তাই আমি সকল কিশোরকে আমন্ত্রণ জানাইÑ আসুন আমরা সবাই এক সাথে মিলে কিশোরকণ্ঠ পত্রিকাটিকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেই। মো: রবিউল ইসলাম বিশ্বনাথপুর, কালিগঞ্জ, সাতক্ষীরা যেমন চেয়েছি একজন কিশোরকে মেধাবী, চরিত্রবান ও দেশপ্রেমিক করে গড়ে তুলতে কিশোরকণ্ঠের ভূমিকা কেমন তার জ্বলন্ত উদাহরণ ফেব্রুয়ারি সংখ্যাটি। বিশিষ্ট কবিদের ছড়া কবিতা, প্রচ্ছদ রচনা, ফিচার ‘ভাষাতেই জীবনের প্রকাশ’, বিশেষ রচনা ‘আমাদের প্রিয় নবী’, উপন্যাস ‘ধ্রুবতারা’, গল্প ‘উপহার’, খেলার চমক ‘জার্সি নম্বর ১০’সহ প্রত্যেক লেখাই খুব ভালো লেগেছে। যেমনি চেয়েছি ঠিক তেমনি পেয়েছি। ফারুক আল ফাহাদ দক্ষিণ সাগরিয়া, হাতিয়া, নোয়াখালী

পথপ্রদর্শক কিশোরকণ্ঠের সংস্পর্শে এসে আমি বুঝতে পেরেছি কোন্ পথ ভালো আর কোন্ পথ মন্দ। এর জ্ঞানময়ী আলো সত্যিই প্রশংসার যোগ্য। কুরআনের আলো, হাদিসের আলো, সাহসী মানুষের গল্প বিভাগগুলো সত্যিই অতুলনীয়। একজন মানুষ যদি এসব লেখাগুলো বাস্তব জীবনে অনুসরণ করে তাহলে তার চরিত্র হয়ে উঠবে সৌন্দর্যময়। তরিকুল ইসলাম (শান্ত), নিঝুমদ্বীপ, হাতিয়া, নোয়াখালী শীতল ছায়া গ্রীষ্মের প্রচণ্ড গরমে যখন হাঁসফাঁস করছিলাম, কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, শীতল ছায়া হিসেবে পেলাম আমার প্রিয় পত্রিকা ‘নতুন কিশোরকণ্ঠ’ মার্চ সংখ্যাটি। সত্যিই অসাধারণ হয়েছে এবারের সব আয়োজন। মিশকাতুল জান্নাত মিশু পূর্ব কলাউজান, লোহাগাড়া, চট্টগ্রাম চমৎকার কিশোরকণ্ঠ পড়ার সময় আশ্চর্য এক ধরনের অনুভূতি হয় যা অত্যন্ত চমৎকার। মার্চ সংখ্যাটি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে সাহসী মানুষের গল্প, কুরআনের আলো, হাদিসের আলো। কিশোরকণ্ঠ জ্ঞান বিকাশের উত্তম মাধ্যম। ফাইজা ফেরদৌস অনু যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জ আপন বন্ধু কিশোরকণ্ঠ আমার আপন বন্ধু। যখন আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফিরি তখন আমি একা। আর এ একা সময় আমার কাছে থাকে আমার প্রিয় আপন বন্ধু কিশোরকণ্ঠ। মাহবুব আহমদ (রায়হান) জাতুকর্ণপাড়া, বানিয়াচং, হবিগঞ্জ প্রভাতের সূর্য তুমি প্রভাতের সূর্য যেমন চারিদিক আলোকিত করে তোলে ঠিক তেমনিভাবে কিশোরকণ্ঠ আমাদের কিশোরদের মনকে আলোকিত করে তোলে জ্ঞানের আলোয়। সকালের মৃদু বাতাস আর সূর্যের উষ্ণতা মিলে দেহে বিরাজ করে যে অনুভূতি। ঠিক তেমিন কিশোরকণ্ঠের প্রতিটি বিভাগের উষ্ণতা মিলে মনে বিরাজ করে এক অন্যরকম অনুভূতি, যা আমাদের নিয়ে যচ্ছে উন্নত থেকে উন্নততরের দিকে এবং দ্রুত থেকে দ্রুততর হচ্ছে আমাদের মেধা বিকাশ। রেজওয়ানা পারভীন মীম সেনানিবাস পর্ষদ বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ