ঝাঁপি থেকে-ডিসেম্বর ২০১৮

ঝাঁপি থেকে-ডিসেম্বর ২০১৮

ঝাঁপি থেকে ডিসেম্বর ২০১৮

কিশোরকণ্ঠ অতীতের মতো আর কোনো কিশোর উপন্যাসসমগ্র কিংবা গল্পসমগ্র কি প্রকাশ করবে?
- হ্যাঁ, প্রচেষ্টা অব্যাহত আছে।

সাজ্জাদ হাসান সজিব উল্লাপাড়া, সিরাজগঞ্জ

যদি ই-মেলের মাধ্যমে ‘বলতে পারো’ ও ‘শব্দধাঁধার’ সমাধান পাঠানোর ব্যবস্থা করা যায় ভালো হবে। - সেটা এখন সম্ভব নয়।

জোবাইর বিন ওমর চন্দনপুরা, চকবাজার, চট্টগ্রাম

আইটি কর্নার বিভাগে যে কেউ লেখা পাঠাতে পারবে কি? - না, প্রয়োজন নেই।

মুঈনুল ইসলাম তলহা লাঙ্গলখালী, লালমোহন, ভোলা

কিশোরকণ্ঠে ই-মেইলে লেখা পাঠানোর নিয়মটা জানাবেন? - ই-মেইল যেভাবে করতে হয় ঠিক সেভাবেই লেখা পাঠাতে হয়।

মুইনুল ইসলাম, কালিয়া, নড়াইল

ভাইয়া আমি অনেক কবিতা পাঠাই। তার পরও আমার কবিতাগুলো ছাপা হয় না। তাই এখন আর লিখতে ইচ্ছে করে না। আমি কিভাবে লিখলে আমার লেখাগুলো ছাপা হবে? - তুমি আর একটু সুন্দর করে লেখ। লেখা ভালো হলেই ছাপা হবে ইনশাআল্লাহ।

আনিসুর রহমান লোহাগাড়া,চট্টগ্রাম

আমিসহ আমার বন্ধুদের জন্য দোয়া করুন। - ফি আমানিল্লাহ!

সুলতান মাহমুদ রানীনগর, চাঁপাইনবাবগঞ্জ

আমাদের সাতক্ষীরার শ্যামনগরে পত্রিকা পাওয়া যায় না। কিশোরকণ্ঠের সার্কুলেশন বিভাগের সাথে যোগাযোগ করেও কোনো লাভ হয় না। এর কারণ কী? - বিষয়টি খুব দুঃখজনক। তুমি কিশোরকণ্ঠের ফেসবুক পেজের ইনবক্সে ফোননম্বরসহ ঠিকানা পাঠিয়ে দাও। ইনশাআল্লাহ ব্যবস্থা হবে।

সাফায়েত হোসেন শংকরকাঠি, সাতক্ষীরা

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ